জগন্নাথপুর টাইমসরবিবার , ৮ ডিসেম্বর ২০২৪, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যের বার্মিংহামে গাছচাপায় ওসমানীনগরের শাহিন নিহত

Jagannathpur Times Uk
ডিসেম্বর ৮, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

জুবেল আহসদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

যুক্তরাজ্যের বার্মিংহামে প্রচণ্ড ঘুর্ণিঝড়ের কবলে পরে নিজের গাড়িতে বিশাল আকারের গাছেচাপায় ঘটনাস্থলেই কাহের হোসেন শাহিন(৫৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

গত শনিবার (৭ ডিসেম্বর  ২০২৪) যুক্তরাজ্য সময় বিকেলে ৪টার দিকে বার্মিংহামের এরডিংটনের নিউ সাটন রোডে নিজের গাড়িতে একটি গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

৬ মেয়ে ও ১ ছেলে সন্তানেরজনক বার্মিংহামের বাঙ্গালি কমিউনিটির পরিচিতমুখ কাহের হোসেন শাহিন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির সিকন্দরপুর(রংবরং)রগ্রামের মৃত আকমল মিয়ার ছেলে ও প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ সমিতির সহ-সভাপতি। যুক্তরাজ্য কমিউনিটির পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি কাহের হোসেন শাহিন যুক্তরাজ্যের অসংখ্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কাহের হোসেন শাহিনের আকস্মিক মৃত্যুতে গোটা যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত কাহের হোসেন শাহিনের চাচাতো ভাই বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে শাহিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা দেশে ও প্রবাসের সকল আত্মীয়স্বজন শোকাহত হয়ে পরেছি।

শাহিনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট নিহত শাহিনের জন্য দোয়া কামনা করেন তিনি।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।