জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মিশিগানের হেমট্রামিক শহরে ইমিগ্রানট হোম কেয়ার এলএলসি ও মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটসের উদ্বোধন

Jagannathpur Times Uk
জানুয়ারি ২, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

বয়স্কদের হোমকেয়ার সেবা দিতে ও সাধারণ নাগরিকদের অঙ্গরাজ্যের বিভিন্ন নাগরিক সেবা প্রদানের উদেশ্যে মিশিগানের হেমট্রামিক শহরে ইমিগ্রানট হোম কেয়ার ও মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস এর গ্রানড ওপেনিং সম্পন্ন হয়েছে ।

বুধবার (১ জানুয়ারি ২০২৫) বাদ যোহর মিশিগানের ২৯২৬ কানিফ স্ট্রীটে (প্রতিদিন ফ্যাশনের ভেতরে) এ দুটি প্রতিষঠানের কালারফুল ও জাঁকজমকপূর্ণ গ্রানড ওপেনিং অনুষঠিত হয় ।

ইমিগ্রানট হোমকেয়ার এলএলসি ও মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস এর ফাউন্ডার মাহফুজুর রহমান মাহফুজ আদনান এর সভাপতিততে ও পরিচালানায় গ্রানড ওপেনিং অনুষ্ঠানে মাহফুজ বলেন, ট্যাক্স প্রিপারেশন, ইমিগ্রেশন, মানবাধিকার ও হোম কেয়ার কনসাটেটনট, চাকুরি সহযোগিতা সহ আমরা সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কমিউনিটিকে সেবা দেয়ার চেষঠা করবো ইন শা আল্লাহ ।

অনুষঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমট্রামিক সিটি কাউন্সিলের সদস্য কমিউনিটির জনপ্রিয় নেতা মুহিত মাহমুদ ।

বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি অন্যতম লিডার ও হেমট্রামিক সিটি এডুকেশন বোর্ডের সাবেক মেমবার শওকত করিম চৌধুরী, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাব সহ সভাপতি শাহজাহান হিটলার, গোলাপগনজ হেলপিং হেনডস মিশিগানের সহ সভাপতি আবদুল বাছিত, প্রতিদিন ফ্যাশনের সতবাধিকারী আফজল আহমেদ, কমিউনিটি নেতা, গোলাপগঞ্জ হেলপিং হেনডস জয়েনট সেক্রেটারি ও আবু হানিফা মসজিদের ভাইস প্রেসিডেন্ট সিদদিকুর রহমান রুবেল ।

প্রধান অতিথি মুহিত মাহমুদ মিশিগানবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়ে তার বক্তব্যে বলেন, মিশিগানে হোম কেয়ার সেবা প্রতিষ্ঠান অনেক আছে । সেখান থেকে ইমিগ্রানট হোম কেয়ার এলএলসি তার নিজস্ব একটি অবসথান তৈরি করবে আশা করছি ।

সেই সাথে মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস কমিউনিটিক সাধারন জনগোষঠীকে উন্নত সেবা প্রদান করবে এটা আমার বিশ্বাস ।

বিশেষ অতিথি কমিউনিটিনেতা শওকত করিম চৌধুরী বলেন, মাহফুজ আদনান দেশের ও প্রবাসের কমিউনিটির জন্য অনেক করছে ও করেছে । সে নিউইয়রকে এই ধরণের সেবা বিগত ৮/১০ বছর থেকে দিয়ে আসছে । মিশিগানের বাংলাদেশী কমিউনিটিতে আমরা তাকে স্বাগত জানাই ।

গ্রানড ওপেনিং ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করে হেমট্রামিক সিটিতে নব প্রতিষ্ঠিত আবু হানিফা মসজিদ ও ইসলামিক সেনটারের ইমাম হাফিজ আবদুল হাফিজ ।

এতে উপস্থিত ছিলেন, বিডি মালটি সার্ভিসের সাদিক রহমান, রহমান টেইলারের আব্দুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট ও ইমিগ্রানট হোম কেয়ারের মারকেটিং এক্সিকিউটিভ আবদুস সামাদ, মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস এর সমনবয়কারী ফাহিম আহমেদ, ইমিগ্রানট হোম কেয়ার মারকেটার মোহাম্মদ নীল সহ কমিউনিটির বিশিষ্ট জন ।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।