জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান

Jagannathpur Times Uk
জানুয়ারি ৯, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজ রহমান :

সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে জগন্নাথপুর সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরকত উল্লাহ।

এই সময় জগন্নাথপুর বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভুষি মালামালের দোকানে মূল্য তালিকা দৃষ্টিগোচর স্থানে টানানো, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ ও মূল্য লিপিবদ্ধ থাকা, পরিমাপ/ওজনে কম না দেয়া ইত্যাদি বিষয় যাচাই করা হয়। এছাড়া ফলের দোকানে মূল্য তালিকা, ওজন মাপার যন্ত্রের সঠিকতা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সবজি বাজারে মূল্য তালিকা, ক্রয় রশিদ আছে কিনা, আড়তের বিক্রয়মূল্য যাচাই করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা।

ভ্রামমান আদালতের অভিযানকালে একটি ভুষি মালামালের দোকানকে ১০ হাজার টাকা এবং একটি সবজি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরকত উল্লাহ জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।