জগন্নাথপুর টাইমস ডেস্ক :
লন্ডনে গ্রেটার শাহার পাড়া যুব সংঘের এজিএম সম্পন্ন হয়েছে, পরে ২০২৫-২৬ খ্রিস্টাব্দের জন্য ইসি কমিটির নতুন সভাপতি আবুল বশর কামালী, সেক্রেটারি শাহ আলম কামালী ও ট্রেজারার সিদ্দেক কামালী নির্বাচিত হয়েছেন ।
লন্ডনে গ্রেটার শাহার পাড়া যুব সংঘের এজিএম ২০২৪ খ্রিস্টাব্দ ও নতুন অর্থ বছরের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি ২০২৫) বিকেলে পূর্বলন্ডনের একটি হলে বিগত অর্থবছরের সভাপতি আখতার মিয়া কামালীর সভাপতিত্বে এজিএম ২০২৪ খ্রি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারী জেনারেল আব্দুল আওয়াল কামালী। বাৎসরিক ট্রেজারার রিপোর্ট পেশ করেন সিদ্দেক কামালী।
এজিএম শেষে ২য় পর্বে আগামী অর্থ বছরের জন্য গ্রেটার শাহার পাড়া যুব সংঘের ২০২৫-২০২৬ খ্রি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত সবার সর্ব সম্মতিক্রমে – নতুন ইসিকমিটির সভাপতি হলেন- আবুল বশর কামালী, সহ-সভাপতি রেদওয়ান খান, আব্দুস সালাম কামালী, ফজলু আলী, নাসির উদ্দিন কামালী।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- শাহ আলম কামালী, সহ-সাধারণ সম্পাদক শহিদুর রহমান কামালী, আমিনুর রহমান কামালী, সানুর কামালী।
ট্রেজারার সিদ্দেক কামালী পূনরায় নির্বাচিত হয়েছেন।
এসিসটেন্ট ট্রেজারার হলেন- বদরুল কামালী।
সাংগঠনিক সম্পাদক – জাহিদুর রহমান কামালী, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল কামালী।
শিক্ষা সম্পাদক হাবিব কামালী।
সমাজকল্যাণ সম্পাদক শিবলু মিয়া।
প্রচার সম্পাদক জাবেদ কামালী ।
সংস্কৃতি সম্পাদক রায়হান কামালী।
আন্তর্জাতিক সম্পাদক সায়েখ কামালী।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- আখতার মিয়া কামালী, আতাউর রহমান, সফু মিয়া ছানাক, আহবাব আহমেদ কামালী, আব্দুল আওয়াল কামালী কামালী, ফেরদৌস কামালী, মিজানুর রহমান, আব্দুস সালাম জায়গীরদার, চুনু মিয়া কামালী।
অর্থবছরে উপদেষ্ঠা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন- আব্দুর রহিম কামালী ( তুরন মিয়া), হাবিবুল হক কামালী, শেখ এমএ খালিক, আব্দুর রহমান, আব্দুছ ছোবহান কামালী, শেখ ফারুক আহমদ, ইন্জিনিয়ার ছদরুল হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।
সংবাদ বিজ্ঞপ্তি