জগন্নাথপুর টাইমসশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডন এক্সেল টিউটরের শিক্ষার্থীরা সংবর্ধিত

Jagannathpur Times Uk
জানুয়ারি ২৫, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম,
জগন্নাথপুর টাইমস ডেস্কঃ

লন্ডন এক্সেল টিউটরের শিক্ষার্থীরা বিভিন্ন সাবজেক্টে ভালো ফলাফল অর্জন করায় তাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সম্প্রতি মালবারী গার্লস স্কুল হলরুমে ৯৭ জন স্টুডেন্টকে সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট ও ভাউচার প্রদান করা হয়। এক্সেল টিউটরের ১৭ জন শিক্ষার্থী এবছর বৃটেনের বিভিন্ন গ্রামার স্কুলে চান্স পেয়েছে, যার ফলে গর্বিত প্রতিষ্ঠানটি।

এক্সেল টিউটরের চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে ও আকিলা রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জু শওকত।

তিনি বলেন, সন্তানের ভালো মানুষ হওয়ার জন্য বাবা মাকে সময় দিতে হবে এবং স্বপ্ন দেখাতে হবে। তিনি বলেন, মোবাইল এবং কম্পিউটার গেমস এর প্রতি আমাদের ছেলে-মেয়েরা বেশি সময় দিচ্ছে, যার কারণে অনেক মেধাবী স্টুডেন্টসরা ঝরে যাচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ডক্টর ক্রিস বলেন, আমি একজন ব্ল্যাক অবং অটিজম হওয়া সত্ত্বেও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি শুধু মাত্র কঠোর পরিশ্রম ও অধাবসায়ের দ্বারা।

অনুষ্ঠানের প্রধান শিক্ষক আনিসুজ্জামান প্যারেন্টস এবং অনন্য স্টুডেন্টের বিভিন্ন উপদেশ মূলক কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ম্যানেজার এমন আহমেদসহ শতাধিক প্যারেন্টস । সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।