জগন্নাথপুর টাইমসবুধবার , ১২ এপ্রিল ২০২৩, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে প্রথমবারের মত গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

Jagannathpur Times BD
এপ্রিল ১২, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

মুহাম্মদ সালেহ আহমদ :

ব্রিটেনের লন্ডনে প্রথমবারের মত গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট কেরাত প্রতিযোগিতার আয়োজন করেছে।

গত ১০ এপ্রিল অনুষ্ঠানে কমিউনিটির নানা শ্রেণির উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করেছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার অ্যান্ড লাইম হাউ‌জ আসনের এম‌পি আফসানা বেগম। ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার নাছিম আলী ওবিই, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান জানান, এই সংগঠন বিলাতে গোলাপগঞ্জবাসীদের বিশ্বাস এবং ভালোবাসার একটি সংগঠন।

৩১ ডিসেম্বর ২০১৭ সালে প্রতিষ্ঠার পর ৫ বছর ৪ মাসে এই ট্রাস্ট কমিউনিটির সকলের আস্থা অর্জন করতে পেরেছে। এর চেয়ে বেশি আমরা কি আশা করতে পারি।

সোশ্যাল ট্রাস্ট প্রতিষ্ঠার বছর খানেকের মধ্যেই চ্যারিটি কমিশনের রেজিস্ট্রেশন ভুক্ত হয়। এর পর ন্যাশনাল লটারির কাছ থেকে অনুদানও পেয়ে যাই। কিছুদিন আগেই ট্রাস্টের নাম ব্রিটেনে একটি প্রপার্টি ক্রয় করা হয়েছে। আমাদের পথচলাকে আরো মজবুত করেছে।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট অন্যান্য সংগঠনের মত রুটিনমাফিক কাজ করে না। অন্যকোন সংগঠন যেটি চিন্তাভাবনা করে নাই, সেটি আমরা করে থাকি। উদাহরণ দিলে বলতে হয়, প্রথম গোলাপগঞ্জ উৎসব, ব্রিটেনে প্রথম সবজিবাগান প্রতিযোগিতা, ইউনিয়ন ভিত্তিক প্রথম ফুটবল টুর্নামেন্ট, উপজেলাবাসীদের নিয়ে প্রথম সমুদ্র ভ্রমণ, পার্লামেন্ট এবং হাইকোর্টে শিক্ষা সফর, নাইফ ক্রাইম এবং ডায়াবেটিস রোগীদের নিয়ে কর্মশালা এবং প্রথম কেরাত প্রতিযোগিতা ইত্যাদি। এসব কার্যক্রম ব্রিটেনে সামাজিক সংগঠনগুলো মধ্যে আমরাই প্রথম করেছি, করে যাচ্ছি। আমরাই প্রথম ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জিদের অতীত এবং বর্তমান কাজের মূল্যায়ন করতে “গোলাপগঞ্জ পদক” এর প্রচলন শুরু করেছি। আমরা অগ্রজদের মূল্যায়ন করতে চাই। শুধু তাই নয়, আমাদের কৃতিশিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ দেয়ার জন্য গতবছর থেকে “স্টুডেন্ট এচিভমেন্ট এওয়ার্ড” দিয়ে যাচ্ছি।

আমরা স্বপ্ন দেখছি, পূর্ব লন্ডনে একটি ভবন ক্রয় করে কমিউনিটির সেন্টার প্রতিষ্ঠা করা। যেখানে আমাদের সন্তানদের ফ্রি ইসলামিক শিক্ষা, বাংলা শিক্ষা সহ এই সেন্টার হতে গোলাপগঞ্জিদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে। আমরা ইতিমধ্যে একটি প্রপার্টি ক্রয় করেছি। ২০২৩ সালে আরেকটি প্রপার্টি ক্রয় করার জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে সবগুলো বিক্রি করে পূর্ব লন্ডনে একটি প্রপার্টি ক্রয় করা হবে ইনশাআল্লাহ।

আমাদের ট্রাস্টি, গোলাপগঞ্জ হাউসের দাতা সদস্য সকলের আন্তরিকতার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বন্ধন অনেক মজবুত। এভাবে চললে, আমাদের মধ্যে কোন বিভক্তি না হলে ইনশাআল্লাহ সকল বাঁধা অতিক্রম করে সোশ্যাল ট্রাস্ট কমিউনিটিতে মাথা উচু করে গোলাপগঞ্জের মুখ উজ্জ্বল করবে।

ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির উন্নতির লক্ষ্যে প্রতিটি সামাজিক সংগঠন ব্যাপক অবদান রাখুক। সংগঠনের নেতৃবৃন্দের কর্মে, ধর্মে, ভাবনায়, চিন্তা-চেতনায় আলোকিত হোক প্রতিটি আমাদের কমিউনিটি। পরিমার্জিত ও চৌকস নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হোক। যাদের সামাজিক সংগঠনের প্রতি অনুরাগ, সৃজনশীলতার প্রতি অঙ্গীকার, মানুষের প্রতি সেবার মনোভাব আর কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরের পক্ষে কাজ করতে চান, সেসব গোলাপগঞ্জিরাই হতে পারেন ‘গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট’র সদস্য।
ভিজিট করুন —সংগঠনের ওয়েভ সাইট
www.golapganjsocialtrust.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।