ইয়ামিন আহমেদ আদিল (হরিপুর) জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরের হরিপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় ম্যাচ সম্পন্ন হয়েছে, এই ম্যাচে ০-০ গোলে ড্র হওয়ার পর ট্রাইবেকারে জয় লাভ করে শংকপুর ফুটবল ক্লাব।
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম হরিপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এ খেলার ফলাফল হলো করিমপুর ফুটবল ক্লাব ০-০ শংকপুর ফুটবল ক্লাব তারপরে খেলা ড্র হওয়ার পরে শংকপুর ফুটবল ক্লাব ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে।
খেলায় উপস্থিত ছিলেন গ্রামের অনেক মুরুব্বিয়ান, যুবক, তরুণ ক্রীড়ামোদীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
হরিপুর ফুটবল ক্লাব এর আয়োজনে এ খেলার শুরুতে আয়োজকবৃন্দ বলেন- খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর চর্চা নয়। যুব সমাজের অবক্ষয়রোধে অন্য ভূমিকা পালন করে। বিশেষ করে একটি সুন্দর সমাজ গঠনে এরকম ফুটবল টুনামেন্টের আয়োজন করা দেশ জাতি সমাজের জন্য মঙ্গলজনক।