ইয়ামিন আহমেদ আদিল (হরিপুর) জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে হরিপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় নক-আউট টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ ম্যাচে হরিপুর ফুটবল ক্লাব ট্রাইবেকারে জয়লাভ।
জগন্নাথপুরের হরিপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ ম্যাচ সম্পন্ন হয়েছে, এই ম্যাচে ০-০ গোলে ড্র হওয়ার পর ট্রাইবেকারে জয় লাভ করে হরিপুর ফুটবল ক্লাব ।
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম হরিপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এ খেলার ফলাফল হলো হরিপুর ফুটবল ক্লাব ০-০ রৌডর ফুটবল ক্লাব তারপরে খেলা ড্র হওয়ার পরে হরিপুর ফুটবল ক্লাব ট্রাইবেকারে ৮-৭ গোলের ব্যবধানে জয়লাভ করে।
খেলায় উপস্থিত ছিলেন গ্রামের অনেক মুরুব্বিয়ান, যুবক, তরুণ ক্রীড়ামোদীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।