জগন্নাথপুর টাইমসবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ভলান্টারি সেক্টরে সম্মান জানালো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে সম্প্রতি হোয়াইটচ্যাপেল টাউন হলের গ্রোসার্স উইংয়ে ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর (ভিসিএস) অ্যাওয়ার্ডস এবং সম্মেলন অনুষ্ঠিত হয়।

টাওয়ার হ্যামলেটসের ভিসিএস অর্থাৎ স্বেচ্ছাসেবী সেক্টর কর্তৃক মানুষের জীবনকে সমৃদ্ধ করতে এবং টাওয়ার হ্যামলেটসকে বসবাসের জন্য একটি দুর্দান্ত জায়গা করে তোলার ক্ষেত্রে অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই অনুষ্ঠানে সেরা সংগঠন ও সেরা কর্মীদের এওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটি ছিলো একটি ভিসিএস নেটওয়ার্কিং সুযোগ। বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে উঠেছিলো প্রাণবন্ত। একটি স্বাধীন প্যানেল কর্তৃক চুলচেরা বিশ্লেষণ এর পর ১৭০ টিরও বেশি মনোনয়ন থেকে চ’ড়ান্ত তালিকা করে ছয়টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলের সিনিয়র ভলান্টারি এন্ড কমিউনিটি সেক্টর ডেভেলপমেন্ট অফিসার মিলি ডনস্। স্বেচ্ছাসেবী এবং কমিউনিটি সেক্টরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন লীড মেম্বার ফর রিসোর্সেস, কাউন্সিলর সাইয়েদ আহমেদ, ডিরেক্টর অব রিসোর্সেস জুলি লরেন, পপলার হারকার নাহিম আহমদ এমবিই, টিএইচসিভিএস এর ভিকি স্কট, ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার এবং সমাপনী বক্তব্য রাখেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। স্থানীয় সংগঠনের অতিথি বক্তারা কমিউনিটি গোষ্ঠীগুলির প্রভাব নিয়ে আলোচনা করেন।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রিসোর্সেস, কস্ট অফ লিভিং এবং স্বেচ্ছাসেবী ও সম্প্রদায় বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সাইয়েদ আহমেদ বলেন, “এই সংগঠনগুলির প্রত্যেকের প্রদর্শিত আবেগ, নিষ্ঠা এবং অটল প্রতিশ্রুতি সত্যিই অনুপ্রেরণাদায়ক। আপনারা সকলেই আপনারাদের কমিউনিটিগুলোর বিশ্বস্ত রক্ষক, যারা ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে নিরলসভাবে কাজ করছেন।টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “পুরস্কারের জন্য মনোনীত বা বিজয়ী সকলকে অশেষ অভিনন্দন ও ধন্যবাদ। আপনারা আমাদের কমিউনিটিগুলোর জন্য অমূল্য অবদান রেখে চলেছেন।”

মেয়র বলেন, “টাওয়ার হ্যামলেটস জুড়ে ১৩০০ টির বেশি ভিসিএস সংগঠন ও সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা মূল্যায়ন করি, এবং কাউন্সিল এই গ্রুপগুলোর পাশাপাশি স্থানীয় কমিউনিটির সেবা ও বাসিন্দাদের জীবন উন্নত করতে সহযোগী হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।অনুষ্ঠানে বৃহৎ ভলান্টারি গ্রুপ অব দ্যা ইয়ার, মাঝারি ভলান্টারি গ্রুপ অব দ্যা ইয়ার, ছোট ভলান্টারি গ্রুপ অব দ্যা ইয়ার, ইয়াং ভলেন্টিয়ার অব দ্যা ইয়ার, ভলেন্টিয়ার অব দ্যা ইয়ার এবং লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।অনুষ্ঠান স্থলে স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য স্টল ছিলো। অতিথিদের জন্য বিশেষ পরিবেশনা উপহার দেয় ক্ষুদে শিল্পী ক্রিস্টিয়ানো, যে কাউন্সিলের অনুদান—প্রাপ্ত একটি স্থানীয় ‘ইয়ং অ্যান্ড ট্যালেন্টেড’ পারফরম্যান্স গ্রুপের সদস্য। ক্রিস্টিয়ানো ওয়েস্ট এন্ডে “এমজে দ্য মিউজিক্যাল”—এ লিটল মাইকেল হিসেবে অভিনয়রত অবস্থায় এই মিউজিক্যাল গানের মেডলি পরিবেশন করে।

ভিসিএস অ্যাওয়ার্ড বিজয়ী ও অতি প্রশংসিতদের তালিকাঃ
বছরের বড় স্বেচ্ছাসেবী গ্রুপঃ ১ মিলিয়ন পাউন্ডের বেশি বার্ষিক আয়ের এমন কোনো গোষ্ঠী যারা টাওয়ার হ্যামলেটসে সম্প্রদায়ের জন্য পরিবর্তন এনেছে।
বিজয়ীঃ দ্য রয়্যাল ফাউন্ডেশন অফ সেন্ট ক্যাথারিন।
অতি প্রশংসিতঃ সেন্ট হিলডা’স ইস্ট।
বছরের মাঝারি স্বেচ্ছাসেবী গ্রুপঃ ১.৫ লাখ থেকে ১ মিলিয়ন পাউন্ড বার্ষিক আয়ের গোষ্ঠী।
বিজয়ীঃ লাইমহাউজ প্রজেক্ট।
অতি প্রশংসিতঃ স্ট্রিটস অফ গ্রোথ।
বছরের ছোট স্বেচ্ছাসেবী গ্রুপঃ ১.৫ লাখ পাউন্ডের কম বার্ষিক আয়ের গোষ্ঠী।
বিজয়ীঃ ভ্যালান্স কমিউনিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন।
অতি প্রশংসিতঃ মাইল এন্ড কমিউনিটি প্রজেক্ট ও জাস্টস্মাইলস অরিজিনাল।
বছরের তরুণ স্বেচ্ছাসেবীঃ
বিজয়ীঃ অ্যালেক্সিস উইলিয়ামস।
অতি প্রশংসিতঃ জেসন ক্লার্ক ও মোহাম্মদ ইমাদ হোসেন।
বছরের সেরা স্বেচ্ছাসেবীঃ
যৌথ বিজয়ীঃ জেমস ফোর্ড ও মেল পিনেট।
অতি প্রশংসিতঃ ফিলিপ রেডঅ্যাওয়ে ও টম এলিয়ট।
লাইফটাইম অ্যাচিভমেন্টের সংক্ষিপ্ত তালিকাভুক্ত ব্যক্তিরা হলেনঃ অ্যালিসন রবার্ট, কয়েস আলী ও রশিদ আলী।
আজীবন সম্মাননা পুরস্কারের জন্য অত্যন্ত প্রশংসিত হয়েছেনঃ রশিদ আলী।
আজীবন সম্মাননা পুরস্কারের জন্য বিজয়ী হয়েছেনঃ কয়েস আলী

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।