নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও জেলা প্রশাসক প্রেরিত রিপোর্টে দুর্নীতি প্রমাণিত হওয়ায় বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার পাঠদান কার্যক্রম বন্ধ ও দ্রুত অপসারণের দাবীতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিকবৃন্দের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কবি আজমল আহমেদ, সলিব নূর বাচ্চু, মাছুম আহমদ জোসেফ, শুয়েব আহমেদ, মিজানুর রহমান, সিপাউর রহমান, কাউসার আহমেদ ভুট্রো ও রায়েজনুরসহ আরও অনেকে।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধারাবাহিক আইনানুগ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক আজিজ মিয়ার দুর্নীতি প্রমাণিত হয়েছে। তাই আমরা আশা করি দোষী সাব্যস্থ শিক্ষককে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীগ্রই অপসারন করবেন। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক কর্তৃক অপরাধী প্রমাণিত হওয়ায় আমরা মনে করি উক্ত শিক্ষক শিক্ষকতার মত মহান পেশাকে কলংকিত করেছেন। এবং শিক্ষকতা করার মত নৈতিক অধিকার হারিয়েছেন।
তারা আরও বলেন, স্থানীয়ভাবে কিছু খবর রটেছে যে উক্ত শিক্ষক খুবই প্রভাবশালী ও মিথ্যুক প্রকৃতির লোক। অবৈধ ক্ষমতা ব্যবহার করে তিনি শিক্ষকতা চালিয়ে যাবেন বলেও হুশিয়ারী দিয়ে থাকেন। অথচ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন প্রজন্ম এই শিক্ষকের শিক্ষকতা মেনে নিতে পারেনা। সর্বোপরি জুলাই বিপ্লব তথা নতুন বাংলাদেশের পক্ষের শক্তি ও অবৈধ ক্ষমতা ব্যবহারকারী শিক্ষকের পেশী বাহীনির মধ্যে যেকোনো সময় অনাকাংখিত ঘটনা ঘটতে পারে। তাই দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতি প্রমানিত হওয়ায় বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার পাঠদান কার্যক্রম বন্ধ ও দ্রুত অপসারণের জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।
যদি ওই শিক্ষককে অপসারণ না করা হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণসহ নানা কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারী দেন সচেতন নাগরিকবৃন্দ।