জগন্নাথপুর টাইমসসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসে উদ্যোগ, অনুষ্ঠান ৬ এপ্রিল

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান,
জগন্নাথপুর টাইমস ডেস্কঃ

যুক্তরাজ্যে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা জাঁকজমকপূর্ণ ভাবে মহান স্বাধীনতা দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছেন। ঈদের পর আগামী ৬ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।
এতে লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আরও থাকবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন গণ সঙ্গীত এর আসর। বিলেতের প্রথিতযশা শিল্পীবৃন্দ গণসঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ এতে অংশ নেবেন।

সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা এম এ হাদী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম আলী, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন নাসির এবং প্রায়ত বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের সহধর্মিণী রিনা কবির উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত হতে না পারায় অপারগতা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এম বি এ বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন ভূঁইয়া এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন।
সভায় স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসানকে দায়িত্ব দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।