শেখ মোফাজ্জল হোসেন,
জগন্নাথপুর টাইমস ডেস্ক :
বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সালিশ ব্যাক্তিত্ব, নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির বারবার নির্বাচিত সেক্রেটারী মরহুম শেখ আব্দুল কদ্দুছ সাহেবের স্মরণে গ্রেটার নয়াবন্দর কমিউনিটি ইউকের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডন হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় l
সৈয়দ মর্তুজা আলীর সভাপতিত্বে ও শেখ মোফাজ্জল হোসেন, ও রাজীব খাঁন-এর যৌথ পরিচালনায় শোক সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী আব্দুল সালাম l
বক্তব্য রাখেন শেখ হাবিবুর রহমান দুলু মিয়া, সৈয়দ গোলাব আলী, কবি শেখ আমিরুল ইসলাম সাদিক, সিরাজ উদ্দিন মাস্টার, শাহ মনির আলী, শেখ আবুল কালাম গোলাব মিয়া, রেদওয়ান খান, আব্দুর রকিব রুনু মিয়া, রনক আহমদ, আবু বকর খাঁন খসরু ও শেখ কামরান প্রমুখ l
শোক সভায় আরো উপস্থিত ছিলেন গ্রেটার নয়াবন্দরের শামীম চৌধুরী,শাহ গয়াস আলী, শেখ রুহুল আমিন রুহেল, আব্দুল মজিদ মতিন, শেখ সানুর মিয়া, সৈয়দ মাহবুব আলম, শেখ দিপন রহমান , শেখ আবু তাহের, সিরাজুল ইসলাম, মোজাম্মেল চৌধুরী টিপু, নুনু খাঁন, আব্দুল রশীদ, ছদরুল ইসলাম, শেখ নাসের ও দুলা মিয়া প্রমুখ l
স্মরণ সভায় বক্তারা মরহুম শেখ আব্দুল কদ্দুস সাহেবের নানা স্মৃতি তুলে ধরেন l মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন কারী আব্দুল সালাম l সংবাদ বিজ্ঞপ্তি