জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে উপজেলা ক্রিকেট লীগের ৯ম আসর সম্পন্ন হয়েছে ।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই মাঠে ফাইনাল ম্যাচ শেষে পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই ক্রিকেট আসরের। ম্যাচে ড্রীম এলিভেনকে হারিয়ে ২ উইকেটে শামীম একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থা আহবায়ক কাজী জুম্মান আহমেদের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সদস্য মো: সাইদুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মোসাহিদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনহার মিয়া,বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মান্না চৌধুরী,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল,সদস্য জয়নাল আবেদীন,বালাগঞ্জ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি বশির মিয়াসহ আরো অনেকেই।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সামাজিক,রাজনৈতিক,সাংবাদিক ও সুশীলসমাজের ব্যাক্তিবর্গসহ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।