সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (২০২৪-২০২৫) আওতায় উপজেলা পরিষদের বাস্তবায়নে পরিষদ অডিটোরিয়ামে এগুলো বিতরণ করা হয়। ১০ জন অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও অনুষ্ঠানের উপকারভোগীরা।