জগন্নাথপুর টাইমসশনিবার , ৮ মার্চ ২০২৫, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নারী দিবসে ডুডল প্রকাশ করেছে গুগল

Jagannathpur Times Uk
মার্চ ৮, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাশেম,

জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্কঃ  

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করতে বিশেষ একটি ডুডল প্রকাশ করেছে গুগল। ডুডলে দেখা যায়, বেশ কিছু ভাসমান বস্তু বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করছে। একটি কমলা রঙের পারমাণবিক কাঠামো দেখা যায়, যা পদার্থবিজ্ঞান ও পরমাণুর প্রতীক। একটি বেগুনি ডিএনএ কাঠামো দেখা যায়, সঙ্গে আছে একটি গোলাপি ফ্লাস্ক। এটি জেনেটিকস, জীববিজ্ঞান ও রসায়নবিজ্ঞানের চিত্র তুলে ধরছে। ডুডলে একটি হলুদ ডাইনোসরের খুলি দেখা যায়, যা নারী জীবাশ্মবিদ ও প্রত্নতত্ত্ব নিয়ে কাজকে প্রকাশ করে। সর্বশেষ গুগল লেখার ওপরে নীল রঙের একজন মহাকাশচারীর ছবি দেখা যায়, যা মহাকাশ অনুসন্ধান এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজকে তুলে ধরছে। ভালো করে খেয়াল করলে দেখা যায়, ডুডলটির একটি হালকা বেগুনি পটভূমি রয়েছে। গুগলের লোগোর সামনে সব আইকন দেখা যাচ্ছে। আইকনগুলোয় কমলা, বেগুনি, হলুদ ও নীল রঙের প্যাস্টেল শেড দেখা যায়।

বিশ্বজুড়ে নারীদের অবদান কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরার জন্য ১৯৭৫ সালে জাতিসংঘ প্রথম এই দিনটির স্বীকৃতি দেয়। গুগল তার ডুডলের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আমাদের ডুডলের মাধ্যমে আমরা বিজ্ঞান-প্রযুক্তি-প্রকৌশল-গণিতের (স্টেম) ক্ষেত্রে দূরদর্শী নারীদের সম্মান করার চেষ্টা করেছি।’

ডুডল আর্টওয়ার্কের মাধ্যমে নানা ক্ষেত্রে আলোচিত নারীদের যুগান্তকারী অবদানকে তুলে ধরা হয়েছে। মহাকাশ অনুসন্ধানে নারীরা বিপ্লব ঘটিয়েছেন। প্রাচীন অনেক আবিষ্কার উন্মোচন করেছে নারীরা। এ ছাড়া বিজ্ঞান গবেষণায় নারীরা পথপ্রদর্শক। নারীদের কাজ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে মৌলিক ধারণা তৈরি করেছে। তাদের অর্জনের কথা বিজ্ঞান–দুনিয়াতে কিছু অংশ আলোচনা করা হয়। নারীদের এমন সব কাজ লিঙ্গ সমতার অগ্রগতির চিত্র প্রকাশ করছে। অনেক কিছুর পরেও বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈষম্য এখনো রয়ে গেছে। বর্তমানে বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কর্মশক্তির মাত্র ২৯ শতাংশ নারী। যদিও প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। গুগল আরও জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস সবাইকে নারীর অর্জন সম্পর্কে মনে করিয়ে দিচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবসে গুগল ডুডল ছবি: স্ক্রিনশট

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।