জগন্নাথপুর টাইমসবুধবার , ১২ মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

খেলাফত মজলিস লন্ডন শাখার সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
মার্চ ১২, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

এসকেএম আশরাফুল হুদা,

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখা সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন জুবায়ের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতির মাওলানা মুহাম্মদ শাহনূর আলী, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ,সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষাবিদ আলহাজ্ব মাষ্টার মুহাম্মদ আমীর উদ্দিন আহমেদ।দায?িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতির মাওলানা মুহিউদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ,প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান,সহ প্রচার সম্পাদক মাওলানা মুসা আহমদ চৌধুরী,প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ,সহ সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বদরুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ মিছবাহ আহমদ, সংগঠনের লন্ডন মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন,ইমাম মাওলানা মামুন আহমদ, মাওলানা এমাদুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাস। এ মাসে সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে তাকওয়া আর্জন করে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। কোরআন নাজিলের এই মাসে বেশি করে কোরআন তিলাওয়াত করা এবং কোরআনের শিক্ষার দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে সবাই কে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ বাংলাদেশের ধর্ষণের ঘটনা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন কার্যকর করতে হবে।

নেতৃবৃন্দ জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইন শৃঙ্খলা উন্নতির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে অর্ন্তর্বতীকালীন সরকারের প্রতি আহবান জানান। পরিশেষে গাজার মজলুম মুসলমান সহ বিশ্ব মুসলিম উম্মাহের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।