রিয়াজ রহমান,
জগন্নাথপুর টাইমস ডেস্ক::
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আশারকান্দি ইউনিয়ন শাখার উদ্যােগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই মার্চ) স্থানীয় দাওরাই বাজারে বিশাল ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ।
আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক কাবেরীর সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম খান ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা যু্দলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত। অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন, সৈয়দ মোছাব্বির আহমদ, হাজী আব্দুস সোবহান,হাজী সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক ছালা উদ্দিন মিঠু, যুগ্ন আহ্বায়ক এম এ মতিন, তকব্বুর হোসেন,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ হারুন , সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর যুবদল যুগ্ন আহ্বায়ক শামিম আহমদ, জেলা ছাত্র দল সাবেক যুগ্ন আহ্বায়ক বাবুল খান মুন্না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন,সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, এম এ সালাম, আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জামাল আহমদ, টিপু আহমদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সামছু উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাকিল আহমদ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন যুবদল নেতা ফখরুল ইসলাম।