রিয়াজ রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক ::
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ই মার্চ) জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে বিশাল ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ।
রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী চান মিয়ার সভাপতিত্বে ও রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ফখরুল ইসলাম এবং নুরুজ্জামান নূর এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মোঃ আব্দুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহীন।
স্বাগত বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা কমিটির সদস্য এস এম আবু তাহের চৌধুরী । শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আইনুল ইসলাম।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়াপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনাসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন রাণীগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া খান।