আব্দুর রহিম, ঢাকা থেকে :
ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUFAA) উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন ।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর কমিশনার লিয়াকত আলী খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় আভাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম,ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUFAA) সেক্রেটারী জেনারেল বিপুল চন্দ্র দেবনাথ।
এ ইফতার মাহফিলে অ্যালামনাই, ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।