জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস ২০২৫ পালন

Jagannathpur Times Uk
মার্চ ২৫, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম,

জগন্নাথপুর টাইমস ডেস্ক :
বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস ২০২৫ পালন করা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে ২৫শে  মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন করে। বাঙালি জাতির ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ও শোকাবহ এই দিনে, ১৯৭১ সালের ভয়াল গণহত্যায় শহীদদের স্মরণে হাইকমিশন এই কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ২৫ মার্চ বিকালে হাইকমিশন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরু হয় ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। এরপর ১৯৭১ সালের গণহত্যা এবং জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয় এরপর মান্যবর হাইকমিশনার আবিদা ইসলাম ২৫ মার্চের ভয়াবহ গণহত্যার প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, ‘২৫ মার্চের গণহত্যা বিশ্ব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ রাতে বর্বর হত্যাযজ্ঞের মাধ্যমে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নির্মূল করার চেষ্টা হয়েছিল, যা শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করে তোলে এবং  মুক্তিকামী জনগণের অদম্য চেতনা রক্তস্নাত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনে।

তিনি আরও বলেন, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা গণহত্যা দিবসের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।