মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
ঈদ মোবারক। জগন্নাথপুর টাইমস পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক।
ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল ৩০ মার্চ রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।
একইভাবে যুক্তরাজ্যের মুসলিম উম্মাহ ২৯ টি রোজা রেখে পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি নিয়েছেন।
সারা ব্রিটেনের ন্যায় পূর্ব লন্ডনেও ঈদের জামায়াত পালনে প্রস্তুতি সম্পন্ন।
নিম্নে পূর্বলন্ডনের কয়েকটি মসজিদের প্রাপ্ত রবিবারের ঈদুল ফিতরের নামাজের সময়সূচি :
এক মাস সিয়াম সাধনার মাস পবিত্র রামাদানের পর মুসলিম বিশ্বে আগামী কাল রোববার পালিত হচ্ছে ঈদুল ফিতর।
তারই ধারাবাহিকতায় আগামী কাল রবিবার ইউকের লন্ডনের সর্ববৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে চারটি জামাত অনুষ্ঠিত হবে ।
প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে
সকাল ৭.৩০মিনিটে,
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ৮.৩০মিনিটে, তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে ৯.৩০মিনিটে এবং চতুর্থ জামাত সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ।
ব্রিকলেন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে চারটি:
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.০০ ,
দ্বিতীয় জামাত ৯ টায়, তৃতীয় জামাত ১০ টায় এবং
শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১১.৩০ মিনিটে।
শাহপরাণ মসজিদ বেথনাল গ্রিনে ঈদের জামাত হবে চারটি :
প্রথমটি সকাল ৭.৩০ মিনিট,
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ৮.৩০
তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে ৯.৩০
এবং চতুর্থ জামাত সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ।
সরডিচ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত তিনটি :
প্রথমটি সকাল ৭.৩০ মিনিটে,
দ্বিতীয়টি সকাল ৮.৩০ মিনিটে
এবং তৃতীয়টি সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে ।
বেথনাল গ্রিন বায়তুল আমান মসজিদে ঈদের জামাত হবে চারটি :
প্রথম শুরু সকাল ৭ .৩০ টায়,
দ্বিতীয় জামাত সকাল ৮.৩০ টায় ,
তৃতীয় জামাত সকাল ৯.৩০. টায়
চতুর্থ জামাত ১০.৩০মিনিটে হবে।
ফরডস্কয়ার মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে
প্রথম জামাত সকাল ৭ টায়,
দ্বিতীয় জামাত সকাল ৮.৩০ ,
তৃতীয় জামাত সকাল ৯.৩০.
চতুর্থ জামাত ১০.৩০. এবং
পঞ্চম বা শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১১.৩০টায়।