জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি হামলায় মনসুর মারা গেছেন

Jagannathpur Times Uk
এপ্রিল ৮, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বেলাল আহমেদ বকুল, জাগাগান্নাথপুর টাইমস ডিজিটাল ডেস্কঃ 

গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন।

সোমবার ভোরের ওই হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। তারা হলেন- হেলমি আল-ফাকাভি এবং ইউসুফ আল-খাজানদার।

তাদের মধ্যে আল-ফাকাভি প্যালেস্টাইন টুডে টিভির একজন সাংবাদিক ছিলেন বলে জানা গেছে। আল জাজিরা বলছে, গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে দেইর এল-বালাহতে একটি বাড়িতে হামলায় নিহত নয়জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী একটি তাঁবুতে বোমা হামলায় নিহত তিনজন রয়েছেন।

নিহত আহমেদ মনসুর। ছবি: সংগৃহীত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।