বাংলা নববর্ষের শুভক্ষণে জগন্নাথপুর টাইমস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা নিরন্তর
সাজিদুর রহমান :
বিশ্বজুড়ে বিভিন্ন সমাজের এমন একটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, যা তার পরিচিতিকে নির্মাণ করে এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যকে তুলে ধরে। বাঙালির বর্ষবরণ পহেলা বৈশাখ এমন একটি উদ্যাপন।
পহেলা বৈশাখ বাংলা নববর্ষের এই শুভক্ষণে জগন্নাথপুর টাইমস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই হৃদয়ের গহিন থেকে বাঙালিয়ানা শুভেচ্ছা।
দেশে বিদেশে আমাদের এই উদ্যাপন নিছক নতুন বর্ষকে বরণ করে নেওয়া নয়। এর সঙ্গে পুরোনো বর্ষকে বিদায় ও আরও কিছু সামাজিক প্রথার উদ্যাপন হয়ে থাকে। এর মধ্যে চৈত্রসংক্রান্তি ও হালখাতার কথা উল্লেখযোগ্য।
দেশে বিদেশে, শহর কিংবা এর বাইরে এমন কি দেশে গ্রামীণ পরিসরে বৈশাখী মেলার আয়োজন আমাদের অনেক দিনের ঐতিহ্য।
একটা সময় বছরের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ ধরনের খাবারের আয়োজন করা হতো।
যুক্তারাজ্য সহ অন্যান্য দেশে বাঙালি এবং বাংলাদেশীরা শুধু এই ১লা বৈশাখী দিনে উৎসব নয়, এই দিন ছাড়াও প্রস্তুতি চলে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর এবং বৈশাখি উৎসব করার।
প্রবাসে বৈশাখি উৎসব ১লা বৈশাখের দিন ছাড়াও এ উৎসব বাঙালিরা করে থাকেন এর অন্যতম কারণ বিদেশে সময়, কাজের ব্যস্ততা ।
তবে এ বর্ষবরণ হিসেবে পয়লা বৈশাখের উদ্যাপন সর্বজনীন একটি উদ্যাপন হিসেবে আমাদের সমাজে চলে আসছে। সর্বজনীন হলেও একেক সমাজের মানুষের মাঝে এর প্রকাশ ও ধারণ করবার বিষয়টি ভিন্ন। আমাদের সমাজে বছরের প্রথম দিন ভালোমন্দ খাবারের আয়োজনের একটা চল ছিল। আর ইলিশ ভাজা এ পান্তা ভাতের প্রচলন আছেই।
সবার মাঝে শুভ ও মঙ্গলজনক, আনন্দময় আকাঙ্ক্ষা, যেন সারাটা বছর এমন করে ভালো যায়— সেই প্রত্যাশা রইলো।
লেখক : অধ্যাপক সাজিদুর রহমান
সম্পাদক: জগন্নাথপুর টাইমস
www.jagannathpurtimes.co.uk