মাসুম জামান,
জগন্নাথপুর টাইমস ডেস্কঃ
হৃদয়ে ৭১-এর সম্প্রতি গঠিত টিম সমুহ সহ অন্যান্য সংগঠকদের এক যৌথ সভা গত ৯ এপ্রিল ২০২৫ বুধবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
হৃদয়ে ৭১-এর সভায় বক্তারা – সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণার মাধ্যমে প্রবাসে অবস্থানরত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, পেশাজীবি, মুক্তিযোদ্ধা ও প্রবাসী বাঙালি সম্মিলিত একমঞ্চে ঐক্য হওয়ার আহবান জানান ।
সভায় সভাপতিত্ব করেন অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।
লন্ডন ছাড়াও অন্যান্য শহর থেকে বেশ কয়েকজন প্রতিনিধি এ সভায় যোগ দেন। সভার শুরুতে বিগত দিনের অনুষ্ঠিত কার্যক্রমের একটি প্রতিবেদন পেশ করেন সভার সভাপতি।
সভায় জানানো হয় যে গত ফেব্রুয়ারীতে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল বৃটিশ প্রধান মন্ত্রীর দপ্তরে শশরীরে উপস্থিত হয়ে একটি মেমোরেন্ডাম পেশ করেন।
এতে উল্লেখ করা হয় যে ঠান্ডা মাথায় এবং পূর্ব পরিকল্পিত ভাবে (ঢাকায়) ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ধ্বংস সহ বিভিন্ন জাতীয় এবং ব্যক্তিগত স্থাপনা, সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, লুটতরাজ সহ নিরীহ জনগণ, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকদের উপর বিনা বিচরে খুন, নির্যাতন, অত্যাচার চালানো হচ্ছে। আইনের শাসন সম্পূর্ণ অনুপস্থিত। এমনকি ভূক্তভোগীরা আদালতের দ্বারস্ত হবার সুযোগ থেকে বঞ্চিত। বাংলাদেশে একটি উগ্র ইসলামী গোষ্ঠি ও “হিজবুত তাহরির” মাথা চাড়া দিয়ে উঠছে। জাতীয় স্বাধীনতার মূল্যবোধ সংরক্ষন ও বিশ্ব শান্তি বিঘ্নিত হবার এসব ঘটনার মোকাবেলায় বৃটিশ সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়। এসব ব্যপারে সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। আরো জানান হয় যে একই সাথে ফেব্রুয়ারী মাস থেকে নিয়মিত ভাবে প্রত্যেক শনিবারে সকাল ১১টায় এই মঞ্চের নিজস্ব ফেসবুকে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও দেশের অবস্থার উপর টক শো প্রচারিত হচ্ছে।
এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ও ভবিষ্যত কার্যক্রমের পরামর্শ দিয়ে বক্তব্য পেশ করেন আলীমুজ্জামান, আনসার আহমদ উল্লাহ, লিপি হালদার, শাহ ফারুক আহমদ, ফেরদৌসী রওশন লিপি, মতিউর রহমান মতিন, গোলাম রসুল চৌধুরী, আহমদ মোসলেহ উদ্দিন, মুজিবুল হক মনি, স্মৃতি আজাদ, আহবাব হোসেন, কামরুল রাসেল প্রমুখ।
এই উদ্যোগের কার্যক্রমকে আরো সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরমর্শ দেয়া হয়। এসবের মধ্যে রয়েছে কমিউনিটিকে আরো একত্রিত করা, সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা, নবীন প্রজন্মকে সম্পৃক্ত করা, একটি তহবিল গড়ে তোলা ইত্যাদি।
এসব কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানকে আহ্বায়ক নির্বাচন করা হয়। সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে একটি ষ্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আহ্বায়ককে সে দায়িত্ব দেয়া হয়। উপস্থিত সকলকে বিশেষ করে লন্ডনের বাহিরের শহর থেকে যারা এসেছেন এবং যারা আলোচনায় অংশগ্রহন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন। তার আগে দেওয়ান গৌস সুলতান তার উপর আরোপিত দায়িত্ব বিশ্বস্থতার সহিত পালনের অঙ্গীকার করেন এবং এসব ব্যাপারে হৃদয়ে ৭১ সংশ্লিষ্ট-সহ বৃহত্তর কমিউনিটির সহায়তার অনুরোধ করেন। সংবাদ বিজ্ঞপ্তি