মির্জা আবুল কাসেম,
জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্ক:
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বুধবার ( ১৬ এপ্রিল, ২০২৫) হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠকের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বাংলাদেশকে যুক্তরাজ্যের সমর্থন এবং গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া নিয়ে তারা আলোচনা করেন।
ছবি : ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজ থেকে নেওয়া
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।