আব্দুর রহিম, ঢাকা,
জগন্নাথপুর টাইমস ডেস্ক :
ঢাকা সেনানিবাসের অফিসার ক্লাবের স্কোয়াশ কমপ্লেক্সে— নববর্ষ ৩য় মহিলা স্কোয়াশ লীগ ২০২৫ শুরু হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) সকালে ঢাকা সেনানিবাসের অফিসার ক্লাবের স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে “নববর্ষ ৩য় মহিলা স্কোয়াশ লীগ ২০২৫” ।
নয়টি ক্লাব ও প্রতিষ্ঠানের ৩০ জন মহিলা খেলোয়াড় উন্মুক্ত, এলিট, প্লেট উন্মুক্ত এবং প্লেট এলিট এই চার গ্রুফে অংশগ্রহণ করেন।
ক্লাবগুলো হল সেনাবাহিনী, এ ইউ বি, বিএএফ শাহীন স্কুল, ভাষানটেক স্কুল, কালশী স্কুল, কালাচাঁদপুর স্কুল, কুমিল্লা রেসিডিয়েনসিয়াল স্কুল, মীরপুর আইডিয়াল স্কুল ও পোস্তগোলা রিয়ারভিউ স্কুল।
১৮ এপ্রিল সকাল ৯ঘটিকার সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ) প্রতিযোগীতার উদ্ভোধন করেন।
নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলার চারটি ফাইনাল খেলা ১৯ তারিখ বিকাল তিনটার সময় শুরু হবে।
উল্লেখ্য বিকেএসপির মহাপরিচালক ব্রীগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনীরুল ইসলাম, এসজিপি, এসউপি, পিএসসি, পিএইচডি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করবেন।
বাজেট সল্পতার জন্যে পূর্ব নির্ধারিত স্পনসর এ বছর পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করায় ফেডারেশন নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগীতাটির আয়োজন করেছে। এই প্রতিযোগীতার উদ্দেশ্য হল, মহিলা স্কোয়াশ খেলোয়াড়দের প্রস্তুতির মান যাচাই, পরবর্তী আন্তর্জাতিক প্রতিযোগীতায় মহিলা স্কোয়াশ দল প্রেরণ এবং মহিলাদের ক্ষমতায়ন করা।
সংবাদ বিঞ্জপ্তি