জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে ‘বাংলা কাগজ সম্মাননা’ পেলেন ২০ প্রবাসী

Jagannathpur Times Uk
এপ্রিল ২২, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মতিউর রহমান মুন্না, গ্রিস :

গ্রিসে অনুষ্ঠিত হলো ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম স্বীকৃতি ‘বাংলা কাগজ সম্মাননা ২০২৫’। এবছর সাংবাদিক এনায়েত হোসেন সোহেলসহ সম্মাননা পেয়েছেন ২০ প্রবাসী।

রোববার (২০ এপ্রিল) বিকেলে রাজধানী এথেন্সের একটি হোটেলের বলরুমে এ সম্মাননা দেয় লন্ডনভিত্তিক বাংলাদেশি গণমাধ্যম ‘বাংলা কাগজ’।

এ বছর সম্মাননা পেয়েছেন সাংবাদিকতা, সমাজসেবা, সংস্কৃতি, পরিবেশ, উদ্যোক্তা ও প্রবাসী কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ২০ প্রবাসী বাংলাদেশি।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- সাংবাদিকতায় এনায়েত হোসেন সোহেল, সমাজসেবা ও উন্নয়নে আয়েবা সভাপতি জয়নুল আবেদীন, কমিউনিটি উন্নয়নে আব্দুল কুদ্দুস, কমিউনিটি কার্যক্রমে তাজুল ইসলাম ও এনামুল হক, সৃজনশীল উদ্যোক্তা হিসেবে দাদন মৃধা, প্রবাসী কমিউনিটির অনুপ্রেরণা হিসেবে কুদ্দুস মাতুব্বর, সফল উদ্যোক্তা হিসেবে আব্দুস সালাম, নুরুল আমিন, রফিক মোল্লা, রেমিটেন্স যোদ্ধা হিসেবে আল আমিন শেখ ও আবুল হোসেন মোল্লা, সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে মোশারফ হোসেন লিয়াকত, আনোয়ার হোসেন ও সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি খাবারের ঐতিহ্য রক্ষায় অবদানের জন্য জহির ডাকুয়া, শিল্প ও সংস্কৃতিতে দোয়েল সাংস্কৃতিক সংস্থা, কমিউনিটিতে তৃণমূল কার্যক্রমের জন্য গোলাম মাওলা ও জাহিদুল হক এবং পরিবেশবাদী কর্মকাণ্ডে অবদানের জন্য শেবুল চৌধুরী, এমএইচ ফারুক বেপারী ও শহিদুল ইসলাম সুহেল চৌধুরী (মরণোত্তর)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ ও শামিমা মিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাই কমিশনার আনোয়ার চৌধুরী, স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সাল চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, শেফ টমি মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারম্যান আতাউর রহমান ও সালিসবুরি কাউন্সিলের মেয়র আতিকুল হক।

গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল চৌধুরী সুমন, সৈয়দ সাদেক, আসম মাসুম, আব্দুল কাইয়ুম, ফয়সাল মাহমুদ, গ্রিক বাংলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ।

সম্মাননা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সামস তামান্না, জিনাত শফিক ও শিমুল চৌধুরী।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।