সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ (০৫) ছাতক-দোয়ারাবাজার সংসদীয় আসন থেকে জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আবুল লেইচ মো. কাহার বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্টি গোছানোর এখনই প্রকৃত সময়। কোন আসনে কে নির্বাচন করবে সেটা চিন্তা করবেন না। পার্টি যাকে মনোনয়ন দিবে তাকে নিয়ে কাজ করার মনোভাব রেখে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন, ছাতক-দোয়ারাবাজারে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। পল্লী উন্নয়নে পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের অবদান অনস্বীকার্য। ছাতক-দোয়ারাবাজার সংসদীয় আসন পুনরুদ্ধার করতে হবে।
শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩) সুনামগন্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার নগর ভবনে জাতীয় পার্টি ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যোগে আয়োজীত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক উপজেলা যুবসংহতির সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ.ন.ম ওয়াহিদ কনা মিয়া।
বিশেষ অথিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট জাহির আলী, জেলা জাপা নেতা এডভোকেট নাজমুল হুদা হিমেল, গোলাম হোসেন অবি, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ফারুক আহমদ, জগন্নাতপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক লাল মিয়া, ছাতক উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সমছু উদ্দিন, দোয়ারাবাজর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শৈরত আলী তালুকদার, ছাতক উপজেলা জাপার যুগ্ম সাধারন সম্পাদক সেলিম আহমদ, দোয়ারাবাজার উপজেলা জাপা নেতা সিরাজ মিয়া, নোয়ারাই ইউপি জাপা নেতা আখলু মিয়া, ইসলামপুর ইউপি দোয়ারাবাজার উপজেলা যুবসংহতির সাধারন সম্পাদক নুর হোসেন তালুকদার, জাপা নেতা আবুল মিয়া প্রমুখ।
ইফতার মাহফিলপূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা মমিন।