জগন্নাথপুর টাইমসশনিবার , ২৬ এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হ্যামলেটসে ১৪টি কমিউনিটি ফুড গার্ডেন উন্নত করা হয়েছে

Jagannathpur Times Uk
এপ্রিল ২৬, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্কঃ

টাওয়ার হ্যামলেটসের ১৪টি কমিউনিটি ফুড গার্ডেন উন্নত করতে ২ লাখ ৩০ হাজার পাউন্ড বিনিয়োগ করা হয়েছে । গ্রীষ্মকালীন মৌসুমের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং এস্টেটগুলোতে ১৪টি কমিউনিটি ফুড গার্ডেনের উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। এই গার্ডেনগুলোর বয়স ১০ থেকে ১৫ বছর এবং এর মধ্যে বেশিরভাগই মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়ে পড়েছিল।

সম্প্রতি কাস্টমার সার্ভিস ইকুয়ালিটিজ এন্ড সোশ্যাল ইনক্লুশন বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর আব্দুল ওহিদ সম্প্রতি স্টেপনি এলাকার ক্লিচি এস্টেটের পুনঃউন্নয়নকৃত রুপালি কমিউনিটি ফুড গার্ডেন পুনরায় উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এবং কাউন্সিল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হাউজিং এস্টেটগুলোতে ৩৭টি কমিউনিটি ফুড গার্ডেন রয়েছে। ২০০৯ সালে ক্র্যানবুকে প্রথম কমিউনিটি ফুড গার্ডেন প্রতিষ্ঠা করা হয়।

যারা ফ্ল্যাটে বসবাস করেন, যাদের গার্ডেন নেই এরকম প্রায় ৪,০০০ বাসিন্দা এই গার্ডেনগুলো নিয়মিতভাবে ব্যবহার করছেন। গত বছর, এই গার্ডেনগুলোতে ৬ টনেরও বেশি ফল ও সবজি উৎপাদিত হয়েছে।

গার্ডেনগুলোর ব্যবহারের ফলে বাসিন্দাদের এবং বৃহত্তর কমিউনিটির জন্য অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:

• ৮৩% ব্যবহারকারী জানিয়েছেন, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হয়েছে

• ৮৭% বাসিন্দা জানিয়েছেন, তাদের কমিউনিটি সহনশীলতা এবং প্রতিবেশী সম্পর্ক উন্নত হয়েছে

• একাকীত্ব এবং পৃথকীকরণের কমে যাওয়া

• কমিউনিটি কর্তৃক স্পেসের মালিকানার ফলে অনেক গার্ডেন এলাকাতে সামাজিক অশান্তি হ্রাস

• ১০,০০০-এরও বেশি বাসিন্দা সরাসরি এবং পরোক্ষভাবে এই গার্ডেনগুলোর সুবিধা উপভোগ করছেন এবং সেখানে উৎপাদিত ফল ও সবজি গ্রহণ করছেন

• একটি দরিদ্র এলাকায় তাজা এবং জৈব ফল ও সবজি পাওয়ার সুযোগ

• পরিবেশগত সুবিধা, যেমন বায়ু গুণমান এবং জীববৈচিত্র্যের উন্নতি

আপনি যদি কাউন্সিল এস্টেটের বাসিন্দা হন এবং আপনার এস্টেটে একটি কমিউনিটি ফুড গার্ডেন স্থাপন সম্পর্কে কথা বলতে চান, তবে ইমেইল করুন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।