জগন্নাথপুর টাইমসশনিবার , ৩ মে ২০২৫, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সভা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
মে ৩, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

লন্ডনে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নতুন ইসি কমিটির সভা অনুষ্ঠিত ।

সমাজসেবা, যুব নেতৃত্ব ও অভিবাসী অধিকার নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা নিয়ে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে নতুন নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম।  সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফারুক।

সভায় রাজনগরবাসীর উন্নয়ন, সমাজসেবামূলক কার্যক্রম ও অভিবাসী কমিউনিটির অধিকারে সংগঠনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও শিকড়ের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করাই হবে সংগঠনের মূল লক্ষ্য। নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। যুব সমাজকে নেতৃত্বে আনা, দাতা সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন সাইদুর রহমান রেনু, আতাউর রহমান কুটি, আব্দুল মান্নান, আব্দুল হান্নান তরফদার মসুদ, হান্নান মিয়া, মাকিনুর রশিদ, জাকির খান, খায়রুল ইসলাম, দেলওয়ার হোসেন, মোস্তফা মিয়া প্রমুখ।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- পেট্রন সাইদুর রহমান রেনু, আতাউর রহমান কুটি সভাপতি, ময়নুল ইসলাম সাধারণ সম্পাদক, আব্দুল মুকিত ফারুক ট্রেজারার, ইকবাল হোসেন সাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারি শাহ চেরাগ আলী, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি জুনায়েদ মালিক সিপু, মেম্বারশিপ সেক্রেটারি দেলওয়ার হোসেন, কালচারাল সেক্রেটারি হাবিবুর রহমান, রিলিজিয়াস সেক্রেটারি ফয়জুল হক, স্পোর্টস সেক্রেটারি রাসেল আহমদ, এডুকেশন সেক্রেটারি নজরুল ইসলাম, ওমেন সেক্রেটারি নিলুফার খানমসহ ৫৪ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফারুক।

সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।