নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: নুরুল ইসলাম।
শনিবার (১৫ এপ্রিল ২০২৩) গণভবনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড তাকে চুড়ান্ত করে।
এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে ২০২৩ ইং, বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                      
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                