জগন্নাথপুর টাইমসসোমবার , ৫ মে ২০২৫, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন বেগম খালেদা জিয়া

Jagannathpur Times Uk
মে ৫, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

সোমবার (৫ মে)  এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে।

এ প্রসঙ্গে জানতে লন্ডন সময় অপরাহ্নে  মোবাইলে যোগাযোগ করা হলে যুক্তরাজ্য যুবদল নেতা সৈয়দ মামুন জগন্নাথপুর টাইমসকে জানান- আমি এখন ট্রেনে— লন্ডনের ঘরের উদ্দেশ্যে হিথ্রো বিমান বন্দর থেকে যাচ্ছি। আমরা ম্যাডামকে বিদায় জানিয়ে এসেছি, তিনি আগের চেয়ে ভাল।
সৈয়দ মামুন আরো বলেন- আমি যতদূর জেনেছি — আগামীকাল মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী এবং বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।