শামীম আশরাফ, জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ব্যাচেলর অফ ফটোগ্রাফি প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের (শিক্ষাবর্ষ: ২০২৪-২০২৫) ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৫
ভর্তি পরীক্ষা: ১৯ মে ২০২৫
যোগ্যতা:
২০২৩ ও ২০২৪ সালে এইচএসসি/এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্কলারশিপ: শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
সদ্য এইচ.এস.সি. সম্পন্নকৃত ছাত্র-ছাত্রী যারা জীবন ও পেশাকে নান্দনিক, সৃজনশীল এবং অনুপ্রেরণামূলক দেখতে চায় তাদের জন্য ব্যাচেলর অফ ফটোগ্রাফি প্রোগ্রামটি যথাযথ।
ভর্তিকৃত শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মশালায় অংশ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে উচ্চ শিক্ষার (স্নাতকোত্তর এবং পিএইচডি) ক্ষেত্রেও অপার সুযোগ রয়েছে।
স্নাতক সম্পন্নকৃত শিক্ষার্থীদের কর্মক্ষেত্রেও রয়েছে গতানুগতিক বা বৈচিত্র্যপূর্ণ পেশা বাছাইয়ের সুযোগ । শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে আলোকচিত্রি, এনজিও, আর্ট গ্যালারি, বিজ্ঞাপনী সংস্থা, ভিজ্যুয়াল কমিউনিকেশন, ফটো এজেন্সিসহ ভিন্ন ভিন্ন মিডিয়াতে কাজ করার সম্ভাবনা তৈরি করতে পারবে।
আগ্রহী শিক্ষার্থীদের ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
https://forms.gle/D9ZEJDVYRnXavD6f6
ভর্তি ফর্ম সংগ্রহ করতে যোগাযোগ করুন: ০১৭৯৫০৯৪২৭১।
দৃকপাঠ ভবন, ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা ১২০৭
office@pathshalainstitute.edu.bd