এমডি সুয়েজ মিয়া,
অতিথি প্রতিবেদক, জগন্নাথপুর টাইমস :
টাওয়ার হ্যামলেটস লেবার এক্টিভিস্টদের উদ্যোগে শহীদ আলতাব আলী দিবস পালন করা হয়েছে ।
মঙ্গলবার (৬ মে ২০২৫) বিকেলে টাওয়ার হ্যামলেটসের আলতাব আলী পার্কের শহীদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস লেবার এক্টিভিস্টদের উদ্যোগে শহীদ আলতাব আলী দিবস উদযাপন করা হয়।
গ্রেটার লন্ডন এসেম্বলি মেম্বার উন্মেশ দেশাই ও টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলামের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের লেবার দলীয় বর্তমান, সাবেক বেশ কয়েকজন কাউন্সিলর ও দলীয়কর্মী সমর্থকবৃন্দ।
পুস্পস্তবক অর্পণের পর শহীদ মিনার প্রাঙ্গণে ড. আনিসুর রহমানের সন্চালনায় এ সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- গ্রেটার লন্ডন এসেম্বলি মেম্বার উন্মেশ দেশাই, টাওয়ার হ্যামলেট্স লেবার পার্টির গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের সাবেক স্পীকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর শুভ হোসাইন, কাউন্সিলর মাইশা বেগম, সাবেক কাউন্সিলর তারিক খাঁন, ব্রিকলেন ফিউনারেল এর ডাইরেক্টর পারভেজ কৌরেশী, প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব শামস উদ্দিন, জিল্লুর খাঁন, বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কান্চন, বেথনালগ্রীন এন্ড স্টেপনী সিএলপি ভাইস চেয়ার নাজমা হোসাইন, লেবার এক্টিভিস্ট ছমিরুন চৌধুরী, শাহান চৌধুরী, আব্দুল বাছির, জামাল আহমেদ খাঁন, জগলুল খাঁন, রেদওয়ান আহমেদ, আনোয়ার মিয়া, লিটন আহমেদ, জুবের আলী, মুহি মিকদাদ, শেখ তানভীর, জুবায়ের কিবরিয়া ও লিমন জামান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আহাদ চৌধুরী বাবু, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, রেজাউল করিম মৃধা, এমডি সুয়েজ মিয়া, সুহেল আহমেদ,নসুহাগ যাদু ও আব্দুল মুমিন প্রমুখ৷
এ সভায় নেতৃবৃন্দ আলতাব আলী দিবস পালনের ইতিহাস বিস্তারিত ভাবে তুলে ধরেন এবং জানান যে বিগত লেবার এডমিনিস্টেশনের সময়েই আলতাব আলী দিবস সরকারীভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং লেবার পার্টি সবসময় এই দিবসকে কমিউনিটির বৃহত্তর স্বার্থে সামগ্রিক ভাবে পালন করে আসছে।
তারা বলেন শুধু আলতাব আলী দিবস নয়, আলতাব আলীর নামে এই পার্ক, আলতাব আলী বাসস্টপ, আলতাব আলী হাউস সহ সব কিছুতেই লেবার পার্টির অবদান অথচ বিগত ৪ ঠা মে শহীদ মিনারে বর্তমান কাউন্সিল কর্তৃক আয়োজিত আলতাব আলী দিবসের স্মরণসভায় উপস্থিত থাকার পরও লেবার দলীয় কাউন্সিলরকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয় নাই।
তারা এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বর্তমান এক্সিকিউটিব মেয়র লুৎফর রহমান ও তার এস্পেয়ার পার্টির বিরুদ্ধে কাউন্সিলকে দলীয় বিবেচনায় পরিচালনা করার অভিযোগ করেন।