জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৮ মে ২০২৫, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের এমসি কলেজে এম এ খালেক এন্ড এ.এন.এইচ. বারী ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

Jagannathpur Times Uk
মে ৮, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান তানিম, এমসি কলেজ থেকে :

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ১৮ কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।

মুরারিচাঁদ কলেজে এক উৎসবমুখর পরিবেশে এম এ খালেক এন্ড এ.এন.এইচ. বারী ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে)সকাল ১১টায় কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী আব্দুল হামিদ। এরপর দর্শন বিভাগের কৃতি ছাত্রী বন্যা পুরকায়স্থ বর্ষা গীতা পাঠ করেন।

পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, যিনি তার সাবলীল উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি ট্রাস্টের এই মহতী উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন এবং মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্রী শ্রাবণী পাল এবং বাংলা বিভাগের কৃতি ছাত্র শ্রীবাস দাস। তারা তাদের অনুভূতি ও ভবিষ্যৎ লক্ষ্যের কথা সভায় উপস্থিত সকলের সামনে তুলে ধরেন এবং ট্রাস্টের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হানিফ বারী।

এছাড়াও, অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ।

তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্যের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেনও তার বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের সভাপতি ও এমসি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ তার সমাপনী বক্তব্যে এই বৃত্তি প্রদানকে শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের এক সুন্দর স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

তিনি গভীর প্রত্যাশার সাথে বলেন, “এই বৃত্তি কার্যক্রম আমাদের সেইসব শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাচ্ছে যারা বিগত চার বছর ধরে একাগ্রতার সাথে জ্ঞানার্জন করেছে।

এই ট্রাস্টের যে মহৎ উদ্দেশ্য এবং দীর্ঘ পথচলার শুরু, তাকে আমাদের সকলের সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কোনোভাবেই থামতে দেওয়া উচিত নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে তোলার জন্য, তাদের মধ্যে অনুপ্রেরণা জাগানোর জন্য এই ধরনের বৃত্তির গুরুত্ব অপরিসীম।

” তিনি এম এ খালেক এন্ড এ.এন.এইচ. বাড়ী ট্রাস্টের এই ব্যতিক্রমী উদ্যোগের আন্তরিক প্রশংসা করেন এবং এমসি কলেজে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এরপর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এবছর যে সকল কৃতি শিক্ষার্থী এই সম্মাননা লাভ করেছেন, তারা হলেন বাংলা বিভাগের শ্রীবাস দাস, ইংরেজি বিভাগের মুক্তা রানী দাস মুন্নি, অর্থনীতি বিভাগের শ্রাবণী পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাসান আহমেদ, দর্শন বিভাগের বন্যা পুরকায়স্থ বর্ষা, সমাজবিজ্ঞান বিভাগের সানজিদা বেগম, ইতিহাস বিভাগের মোহাম্মদ আব্দুল হামিদ, ইসলামের ইতিহাস বিভাগের নিরজনা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান, রসায়ন বিভাগের লুবানা আক্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফাতিমা বেগম, গণিত বিভাগের সাদিয়া ইসলাম, প্রাণিবিজ্ঞান বিভাগের আছিয়া হক, মনোবিজ্ঞান বিভাগের মোছাঃ সাকিবুন্নাহার মুন্নী ও মোছাঃ রুবিনা ইয়াসমীন, পরিসংখ্যান বিভাগের খাদিজা হামিদ জুম্মা ও সুমাইয়া ইসলাম মীম এবং এইচ.এস.সি অধ্যয়নরত শিক্ষার্থী আর্শিয়া নাওয়ার।

তাদের সম্মিলিত মেধার দ্যুতি অনুষ্ঠানে এক ভিন্ন আলোড়ন সৃষ্টি করে।

এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান এমসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এম এ খালেক এন্ড এ.এন. এইচ. বারী ট্রাস্টের এই উদারতা নিঃসন্দেহে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহায়ক হবে এবং তাদের শিক্ষাজীবনে এক নতুন মাইলফলক স্থাপন করবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।