জগন্নাথপুর টাইমসরবিবার , ১১ মে ২০২৫, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে ৫২ হাজার ৮২৯ জন ফিলিস্তিনি নিহত

Jagannathpur Times Uk
মে ১১, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক:

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে ৫২ হাজার ৮২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১১ মে) স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৯ জন নিহত হয়েছেন এবং আরও ৮১ জন আহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৫৫৪ জনে দাঁড়িয়েছে।

এতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি ভেঙে পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে এ পর্যন্ত ২৭২০ জন নিহত এবং ৭৫১৩ জন আহত হয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অঞ্চলটির ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

 

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা শহর। ছবি: সংগৃহীত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।