এম আর খালেদ, জগন্নাথপুর টাইমস ডেস্ক:
লন্ডনে ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের আয়োজনে বার্ষিক সভা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে ।
লন্ডনে গত রবিবার (১১ মে ) বেলা ১টায় চানেল এস কনফারেন্স রুমে চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শিক্ষাবিদ মনসুর আহমদ খানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাইস চেয়ারম্যান মানিক মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও সিলেটে সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামাল।
বিশেষ অতিথির বক্তব্যে ইটারনাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলি ইউকে কমিটির শুরু থেকে আজ পর্যন্ত যে অবদান রাখছেন তার ভুয়শী প্রশংসা করেন।
এছাড়াও ইউকে কমিটির ফাউন্ডার মেম্বার ও চানেল এস ফাউন্ডার মাহে ফেরদৌস জলিল বাংলাদেশের এই একটি জাতীয় প্রকল্পের জন্য ইউকে বিভিন্ন শহরে একটি শক্তিশালি সাব কমিটির মাধ্যমে রোড শো ও ফান্ড রেইজিং করার প্রস্তাবকে এগিয়ে নিতে আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে জানান।
আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আলাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব আশিক চৌধুরী ,পাবলিসিটি সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি ডাঃ সৈয়দ মাসুক আহমদ, রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ, ইসি মেম্বার অহিদ উদ্দিন, এনামুল মুনিম শামিম লোদী, তৈমুছ আলি, এম আলাউদ্দিন, মতিউর রহমান খোকন ও সৈয়দ রাজিউর রহমান খালেদ প্রমুখ ।
এ সভায় জাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইসলামিক চিন্তাবিদ চানেল এস উপস্হাপক শেখ মুস্তাফিজ রাহমানি।
এছাড়াও বাংলাদেশ থেকে ভার্চ্যুয়ালে যোগ দেন হার্ট ফাউন্ডেশন সিলেটের ডাইরেক্টর কর্নেল শাহ আবিদুর রহমান ।
তিনি বলেন- কিছু জরুরি মেশিন প্রয়োজন তাই অন্তরবর্তী সরকারের অর্থ উপদেষ্টা কার্যালয়ে একটি জরুরি মিটিংয়ে হসপিটালের সহযোগিতার আশ্বাসমুলক বক্তব্য তুলে ধরবেন। কিন্তু প্রবাসীরা যদি গরীব রোগিদের সাহায্যে জাকাত ফান্ডকে আরো সহযোগিতা করেন তাহলেই হাসপাতালের দুঃস্হরোগীদের চিকিৎসা সেবা অনেক বাড়বে বলে আশাবাদী।।
সংবাদ বিজ্ঞপ্তি