জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ

Jagannathpur Times Uk
মে ১৫, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ শাহেদ রাহমান, জগন্নাথপুর টাইমস :

লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন অর্থবছরের জন্য স্পিকার নিযুক্ত হলেন ব্রিটিশ বাংলাদেশী, জগন্নাথপুরের কৃতিসন্তান কাউন্সিলর সুলুক আহমেদ।

বুধবার (১৪মে ২০২৫) বিকেলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হলরুমে বার্ষিক সভায় প্রথাঅনুযায়ী নতুন স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন কাউন্সিলর সুলুক আহমেদ।

চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারদের ভোটে ২০২৫ -২৬ অর্থবর্ষের জন্য কাউন্সিলের স্পিকার নিযুক্ত হন। তিনি কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ এর স্থলাভিসিক্ত হলেন। এর আগে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন- কাউন্সিলর বেলাল উদ্দিন।

এসময় নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র, বিদায়ী স্পিকার, কাউন্সিলরবৃন্দ, রাজনীতিবিদ ও কমিউনিটির ব্যক্তিবর্গ টাউনহলের এ সভায় উপস্থিত থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত স্পিকার সুলুক আহমেদকে স্বাগত জানান।

 

স্পিকার নিযুক্ত হওয়ার পর একান্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ।

পরে  জগন্নাথপুর টাইমসকে তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটসের মতো একটি ঐতিহ্যবাহী বারার স্পিকার নির্বাচিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন।
তিনি তার মেধা ও যোগ্যতা দিয়ে কাউন্সিলের সিভিক দায়িত্ব যথাযথ সম্মানের সাথে পালনে সচেষ্ট থাকবেন। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বৃটেনের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত হতে উৎসাহিত করতে কাজ করে যাবেন ।

তাছাড়া তরুণ, যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহ প্রদানে যা যা করা দরকার তা তিনি করে যাবেন বলে আশ্বাস প্রদান করে আরো বলেন— সুন্দর সুস্থ্য কাউন্সিল গঠনে মাদক বিরুধী অবস্থান তার পূর্বের মতো থাকবে। তরুণ -তরুণীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সচেষ্ট থাকবেন।

তিনি আরো বলেন খেলাধুলা, বিশেষ করে ফুটবল আমার শৈশব থেকেই নিজে করে আসছি। আগামী তরুণ প্রজন্মকেও এদিকে ধাবিত করে সুস্থ্য সুন্দর মাদকমুক্ত কমিউনিটি উপহার দেব, এরজন্য সকল নাগরিকদের আন্তরিক সহযোগিতা চাই।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।