জগন্নাথপুর টাইমসরবিবার , ১৮ মে ২০২৫, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে ফিলিস্তিনের জন্য হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিয়েছিলেন

Jagannathpur Times Uk
মে ১৮, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

 আনসার আহমদ উল্লাহ :

 — প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন(পিএসসি) তাদের “নাকবা ৭৭ সপ্তাহের কর্মসূচী” শেষ করে লন্ডনেএকটি বিশাল মিছিলের মাধ্যমে, যেখানে লক্ষ লক্ষ মানুষ ১৯৪৮সালে ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুত করার ঘটনা ‘নাকবা’-এর৭৭তম বার্ষিকী উদযাপনের জন্য রাস্তায় নামে । ফিলিস্তিনি পতাকাএবং গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্ল্যাকার্ডবহনকারী বিক্ষোভকারীরা গত তিন মাস ধরে ইসরায়েল কর্তৃকআরোপিত অবরোধের ন্যায়বিচার এবং অবরোধের অবসানেরদাবি করেছেন।

বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি তাদেরক্ষোভ প্রকাশ করেছেন, মানবতাবিরোধী অপরাধের প্রতি তারসমর্থন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

মিছিলে বক্তারা কয়েক দশক ধরে আন্তর্জাতিক সহযোগিতা এবংভণ্ডামি বলে অভিহিত করেছেন।

অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি প্রতিরোধের স্থায়ী আশার কথাওবলেন। “আমাদের সংগ্রাম ধৈর্য এবং আশার সংগ্রাম,” একজনমার্চার বলেন ।

বিশাল এবং বৈচিত্র্যময় জনতার মধ্যে শত শত বাঙালি মার্চারওছিলেন। “বেঙ্গলিজ ফর প্যালেস্টাইন”  সংগঠনেরর সদস্যরামিছিলে অংশ গ্রহণে ছিলেন যাদের মধ্যে নূরউদ্দিন আহমেদ, রাজনউদ্দিন জালাল, আনসার আহমেদ উল্লাহ, শফিক আহমেদ, স্মৃতি আজাদ, আহমেদ ফকর কামাল, আবু হুসেন, মাহমুদ আলী, মোসাদ্দেক হোসেন এবং আরও অনেকে।

বিক্ষোভকারীরা “মুক্তি না আসা পর্যন্ত” প্রতিবাদ এবং বয়কটেরপ্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, ইসরায়েলের বর্ণবাদ ব্যবস্থার অবসানএবং সমস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের অধিকারের জন্যচাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

আন্তর্জাতিক জবাবদিহিতা, সংহতি এবং ফিলিস্তিনি জনগণেরজন্য স্বাধীনতা ও মর্যাদার মূলে নিহিত ন্যায়সঙ্গত শান্তির জন্যপুনর্নবীকরণের আহ্বানের মাধ্যমে পদযাত্রাটি শেষ হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।