মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
যুক্তরাজ্যের কুইন মেরী ইউনিভার্সিটি অব লন্ডনের ছাত্র সংসদের সাবেক ভিপি, আহমেদ মাহবুব লাজীম লন্ডনের হ্যারিঙ্গি কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৯মে) লন্ডনেরহ্যারিঙ্গি কাউন্সিলের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মাধ্যমে আহমেদ মাহবুব লাজীম হ্যারিংগি কাউন্সিলের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণ করে আহমেদ মাহবুব লাজীম বলেন- গুরুত্বপূর্ণ এই কাউন্সিলের এ দায়িত্ব গ্রহণ করে আমি গর্বিত। মানুষের কল্যাণে ও এ কাউন্সিলের সামগ্রিক উন্নয়নে কাজ করে যার। এরজন্য সকলের আন্তরিক সহযোগিতা চাই।
উল্লেখ্য আহমেদ মাহবুব লাজীম সিলেটের সুনামগন্জ জেলার ছাতকের কৃতিন্তান, ব্যারিস্টার গোলাম জিলানী মাহবুবের পুত্র।
লাজীমের পিতামহ ডাঃ গোলাম মন্তকার একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।