সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্কঃ
ক্লাব ‘৮৫ ইউকের বন্ধু মিলনমেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
আগামী ১৭ জুন ‘বন্ধু মিলনমেলা-২০২৫ সফলভাবে আয়োজনের লক্ষ্যে ক্লাব ‘৮৫ ইউকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ মে) ইস্ট লন্ডনে সংগঠনের আহ্বায়ক এমদাদ আহমেদের সভাপতিত্বে এবং মেম্বারশীপ সেক্রেটারি আজমল হুসেনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার রুশী রহমান, কাউন্সিলর ফিরোজ গণী, শাহীন মোস্তফা, আব্দুল কাদির মানিক, শাহিদ আহমেদ, মোহাম্মদ আব্দুর রহিম, সাদেকা সিদ্দিকী যুথী, ফয়সল আহমেদ, শাফকাত সৈয়দ, এনাম মাহমুদ, কামাল হুসাইন, সৈয়দ মিশকাত আলম, উবেদ খাঁন, জাহাংগীর চৌধুরী, মোঃ মুমিন আলী, মোঃ আলী চৌধুরী (বাবু), কামরুল চৌধুরী, সৈয়দ জুবায়ের আহমেদ, সৈয়দ আসাদ হক, রফিক হায়দার এবং মোহাম্মদ শাহজাহান।
সভায় সর্বসম্মতিক্রমে অংশগ্রহণকারীদের সুবিধার্থে রেজিস্ট্রেশনের চূড়ান্ত সময়সীমা ২৭ মে পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য, ‘বন্ধু মিলনমেলা’আগামী ১৭ জুন, মঙ্গলবার, পূর্ব লন্ডনের ইস্টহ্যামের ইমপ্রেশন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে এবং চলবে বিকেল ৬টা পর্যন্ত। দিনব্যাপী এ আয়োজনে থাকবে সুস্বাদু খাবার, র্যাফেল ড্র, সংগীতানুষ্ঠান, গিফট বিতরণ, প্রাণবন্ত আড্ডা এবং নতুন বন্ধুদের পরিচিতি পর্ব। এসএসসি ১৯৮৫ ব্যাচের সকল বন্ধুদের প্রতি আহ্বান জানানো হয়েছে-আগ্রহী বন্ধুরা ২৭ মে-এর আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণ নিশ্চিত করুন। সংবাদ বিজ্ঞপ্তি