জগন্নাথপুর টাইমসরবিবার , ১৬ এপ্রিল ২০২৩, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশী এক্সপ্যাট ইন মালয়েশিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
এপ্রিল ১৬, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বাংলাদেশি এক্সপ্যাটদের সংগঠন বাংলাদেশী এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট) -এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল ২০২৩) সন্ধ্যায় রাজধানী কুয়ালামাপুরের ক্যাফে স্টার কাবাব এ অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটি অফ মালায়া এর ফেকাল্টি অফ বিজিনেস এন্ড ইকোনোমিক্স বিভাগের সিনিয়র লেকচারার ও বিডিএক্সপ্যাট এর এক্সিকিউটিভ ড. মোহাম্মদ আলী তারেক এর শুভেচ্ছা বক্তব্যে এর মধ্য দিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।

ড. আলী তারেক তার শুভেচ্ছা বক্তব্যে বিডিএক্সপ্যাট এর কার্যক্রম তুলে ধরেন। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সানওয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ছাইদুর রহমান সিআইপি।

ইফতার মাহফিলটি বাস্তবায়ন করেন, একাডেমী সাইন্স মালয়েশিয়ার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ড. মোঃ আজিজুল বারী, ইয়ুথ হাবের সভাপতি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ পাভেল সারওয়ার ও গুগল মালয়েশিয়ার টেলকো, টেক ইন্ডাস্ট্রি ম্যানেজার রিবো আলম।

এছাড়া বিডিএক্সপ্যাট এর এক্সিকিউটিভদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অফ মালায়া, ফেকাল্টি অফ মেডিসিন বিভাগের লেকচারার ডা. তানিয়া ইসলাম, ন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার সিনিয়র লেকচারার ড. লুবনা আলম, ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেসনাল অসীম সাহা রায় ও পিএচডি গবেষক আশা হোসেন ।

ইফতার মাহফিলে মালয়েশিয়ায় কর্মরত ১১০ জন প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আইকিউআই গ্লোবালে সফটওয়ার ইঞ্জিনিয়ার মোঃ আমান উল্লাহ।

এছাড়া পরিচিত পর্ব ও মুক্ত আলোচনায় বিডিএক্সপ্যাট এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত প্রবাসীরা এবং সামনে বিডিএক্সপ্যাট এর কার্যক্রমকে বেগবান করতে পরামর্শ প্রদান করেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশী এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট) মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রফেসনালদের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রফেসনালদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।