জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২২ মে ২০২৫, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে গোলাম জিলানী সিআইপি ও কাউন্সিলর আব্দুল মুবিন সংবর্ধিত

Jagannathpur Times Uk
মে ২২, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

আনোয়ারুল হক শাহিন, জগন্নাথপুর টাইমস :

লন্ডনে  গোলাম জিলানী সিআইপি ও কাউন্সিলর আব্দুল মুবিনের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের গোয়াইনঘাটের কৃতি সন্তান ও গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড ওরগনাইজেশন ইন ইউকের সভাপতি মোঃ গোলাম জিলানী ব্যবসায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি এওয়ার্ডে ভূষিত হওয়ায় ও আব্দুল মুবিন গোয়াইনঘাট প্রবাসীদের মধ্যে প্রথম কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ মে) পূর্বলন্ডনের অট্রিয়ামে
গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড ওরগনাইজেশন ইন ইউকের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন।

সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমদ।

অন্যান্য বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার মোঃ আয়াছ মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর কবির আহমদ, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, জিএসসির চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, বিবিসিসি প্রেসিডেন্ট রফিক হায়দার, বিসিএ সেক্রেটারী মিঠু চৌধুরী ও সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারক, কাউন্সিলর ফয়জুর রহমান ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের প্রমুখ।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন-বিশিষ্ট ব্যবসায়ী কমর উদ্দিন চৌধুরী পাপলু বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী আবদুল মোন্তাকিম, আবদুল ওদুদ চৌধুরী দুদু, খালেদুল কিবরিয়া, সালেহ আহমদ, গোলাম কুদ্দুস কামরুল, নূর আহমদ, ইকবাল আহমদ, মোক্তার আহমদ, ওয়ারিছ উদ্দিন, নুরুল আলম বাবুল , গোলাম সাদেক, আনিসুর রহমান, আজির উদ্দিন প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন-জিএসসি সাউথ ইস্ট রিজনের সাবেক চেয়ারপার্সন মোঃ ইসবাহ উদ্দিন, আবদুল মালিক কুটি, মোঃ আবুল মিয়া, আশফাক আহমদ, আবদুল গফুর, মাওলানা আবদুল মান্নান, ফয়েজ আহমেদ, রঞ্জন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালিক, সোহাগ আহমদ, আবুল কালাম, মুজিবুর রহমান, মিছবাহ উদ্দিন, শাহান চৌধুরী, হাফিজ মারুফ আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুতফুর রহমান বলেন, ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা আমাদের কমিউনিটিতে গুরুত্বপূর্ন অবদান রাখছেন। তাদের পরিশ্রম ও ইনভেস্টমেন্টের ফলে আমাদের মানুষদের কর্মসংস্থান হচ্ছে, এতে কমিউনিটি লাভবান হচ্ছে। এসকল মহতি কাজে গোলাম জিলানী এবং কাউন্সিলর আব্দুল মুবিনদের মতো কমিউনিটির সবাইকে এগিয়ে আসা উচিত।

সকল বক্তা ২০০৬ থেকে যাত্রা শুরু করা গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড ওরগনাইজেশন ইন ইউকের ২০ বছরে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের উন্নয়ন, দুস্থদের ঘর নির্মাণ, সুবিধা বঞ্ছিতদের শীতবস্ত্র বিতরণ, নগদ অর্থ প্রদান, সেলাই মেশিন দিয়ে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা সহ নানা সমাজ সেবামূলক কাজের প্রশংসা করে বলেন-এ সব কর্মকাণ্ড সবার জন্য দৃষ্টান্ত।  সকলকে সমাজের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

সভায় বিশ্বের শান্তি কামনা করে দুআ পরিচালনা করে মাওলানা আবদুর রব। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আমিন আহমদ।

এ সভায় সংবর্ধিতদের ও সম্মানিত অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং স্মারক ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।