জগন্নাথপুর টাইমসসোমবার , ৯ জুন ২০২৫, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কাতার জাতীয় ফুটবল দলে বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল

Jagannathpur Times Uk
জুন ৯, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্ক :

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কাতার জাতীয় ফুটবল দল। এই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান। তিনি এখন কাতারের ঘরোয়া ফুটবলে পরিচিত এক নাম।

বাংলাদেশের  ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া নাবিল ২০২১ সালে যোগ দেন কাতারের ক্লাব আল-ওয়ারকাহ এসসিতে। ডিফেন্সিভ পজিশনে খেললেও বল কন্ট্রোল, গেম রিডিং আর ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে দ্রুত নজর কাড়েন ক্লাব ও দেশেবাংলাদেশে কোচদের। ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই এবার কাতারের জাতীয় দলের কোচ হুলেন লোপেতগুই তাকে দলে রাখার সিদ্ধান্ত নেন।

এর আগেও কাতারের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে খেলেছেন নাবিল ইরফান। সেখানে পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। এবার বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমাণের পালা। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে।

নাবিল ইরফান আলোচনায় এলেন এমন সময়, যখন প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন করে পরিকল্পনা করছে। এর আগে হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহামেদুল ইসলামরা জাতীয় দলে জায়গা করে নিয়ে প্রবাসীদের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছেন।     —নাবিল ইরফান। সংগৃহীত ছবি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।