সুনামগন্জ প্রতিনিধি :
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৪৬জন রোগীর মধ্যে ১,৭৩,০০,০০০.০০ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল, ২০২৩) সুনামগন্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২.০০ টায় সুনামগঞ্জ জেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৪৬ জন রোগীর মধ্যে ১,৭৩,০০,০০০/- টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুমিনুল হক ; সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক সুচিত্রা রায় প্রমুখ।
এসময় সমাজসেবা দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।