জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাবৃত্তির মাধ্যমে সমাজের অগ্রগতিতেও অবদান রাখা যায়-মৌলভীবাজারে মহসীন ফাউন্ডেশনের অনুষ্ঠানে বক্তারা

Jagannathpur Times Uk
জুলাই ৩, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার সংবাদদাতা :

সিলেটের মৌলভীবাজারে মহসীন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মহসীন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, সাবেক শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পরিষদ, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মহসীন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মহসীন আলী উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান করেন।

বিদ্যালয়ের প্রত্যেক ক্লাসের দুইজন করে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থী ফাউন্ডেশনের পক্ষ থেকে এককালিন বাৎসরিক বৃত্তি গ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তারা — মহসীন ফাউন্ডেশন ও এর প্রতিষ্ঠাতা সৈয়দ মহসীন আলীর ভূয়সী প্রশংসা করে বলেন- শিক্ষার সামগ্রিক উন্নয়নে এ বৃত্তি যেন দীর্ঘদিন চলমান থাকে ।

বক্তারা আরো বলেন- শিক্ষাবিদ সৈয়দ মহসীন আলীর মতো প্রবাসীদের অর্থায়ানে এরকম স্কুলে এসে শিক্ষাবৃত্তি বিতরণের অনেক উপকারিতা রয়েছে। এটি বিশেষভাবে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করে, ঝরে পড়া রোধ করে এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি করে। এছাড়া, এরকম শিক্ষাবৃত্তি বিতরণের মাধ্যমে সমাজের অগ্রগতিতেও অবদান রাখা যায়, যা মহসীন ফাউন্ডেশন এ শিক্ষা প্রজেক্ট তথা এই বৃত্তি প্রদানের মাধ্যমে করে আসছে।

উল্লেখ্য যে বৃহত্তর সিলেটে মহসীন ফাউন্ডেশন প্রতি বছর বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।