সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
ব্রিটেনের নর্থাম্পটন সাউথ আসনের লেবার পার্টির এমপি মাইকি রিডার বলেছেন, ব্রিটেনের রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিরা নানা অবদান রেখে যাচ্ছেন। ব্রিটিশ বাংলাদেশিদের কাছ থেকে আমরা সবসময় সমর্থন পেয়ে যাচ্ছি। ভবিষ্যতেও তারা আমাদেরকে সহযোগিতা করবে। আমরা চাই ব্রিটিশ বাংলাদেশি তরুণরা লেবার পার্টির রাজনীতিতে যোগ দিয়ে জনগণের সেবায় এগিয়ে আসুক। তিনি লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ কমিটির মাধ্যমে তারা জনগণের সেবা করে লেবার পার্টিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
মাইকি রিডার এমপি রবিবার লাসান রেস্টুরেন্টে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার নতুন কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নতুন কমিটির নাম ঘোষণা করেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের সেক্রেটারি নিউহামের কাউন্সিলর সৈয়দ বাশার। কাউন্সিলর এনামুল হককে চেয়ারম্যান, সাবেক মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফকে সেক্রেটারি, সলিসিটর জাবির মিয়া জেপিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও আব্দুল আলিকে কোষাধ্যক্ষ করে ১৬ সদস্য বিশিষ্ট লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার নতুন কমিটি গঠন করা হয়।
সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান কাউন্সিলর এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান সলিসিটর জাবির মিয়া জেপির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী কাউন্সিলর সালি ক্যাবল, কাউন্সিলর তুরন মিয়া, কাউন্সিলর রিতা বেগম, কাউন্সিলর মুনা কালি, আব্দুল আলি, হেকিম আলি মনসুর, মতল্লি মখন খান ও বিসিএ’র চিফ ট্রেজারার টিপু রহমান প্রমুখ।
ক্বারী মাওলানা হাফিজ আবু বকরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
কেক কাটার মাধ্যমে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার কমিটি প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে। কমিটিতে কাউন্সিলর এনামুল হককে চেয়ারম্যান, কাউন্সিলর রুফিয়া আশরাফকে সেক্রেটারি, কাউন্সিলর তুরন মিয়াকে জয়েন্ট সেক্রেটারি, সলিসিটর জাবির মিয়া জেপিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও আব্দুল আলিকে কোষাধ্যক্ষ করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার নতুন কমিটির অন্যান্যরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান হেকিম আলি মনসুর, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার প্যারিস কাউন্সিলর সৈয়দ মামুন আলী, মেম্বারশিপ সেক্রেটারি খালেদুর রহমান খালেদ, ক্যাম্পেইন অফিসার বুরহান উদ্দিন, ওম্যান্স অফিসার তাসনিম মিয়া, ইয়ুথ অফিসার জাহাঙ্গীর আলম। সদস্য রুবিনা চৌধুরী, তারেউ মিয়া, আব্দুল কাদির, গিয়াস উদ্দিন ও বাদশা মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি