জগন্নাথপুর টাইমসবুধবার , ৯ জুলাই ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলে মহসীন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান সম্পন্ন

Jagannathpur Times Uk
জুলাই ৯, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক,
সিলেটঃ

মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) সিলেটে মহসীন ফাউন্ডেশনের উদ্যোগে এ বছরের সর্বশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলে । যেখানে মহসীন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মহসীন আলীর যুক্তরাজ্য প্রবাসী হওয়ার পূর্বে বাংলাদেশে অবস্থানকালে প্রথম কর্মজীবন শুরু।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শাহ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র প্রো-ভাইস চ্যান্সেলর ডক্টর মোঃ সাজিদুল করিম।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ ডক্টর মুহাম্মদ আলাউদ্দিন খান।

অন্যান্যের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিনেন- প্রফেসর ড. ইসমাইল হোসেইন, সাস্টের অধ্যাপক প্রফেসর ড. নাজমুল ইসলাম, ইন্জিনিয়ার মোঃ জয়নুল আবেদিন প্রমুখ।

এ অনুষ্ঠানে সাস্টের স্কুল ও কলেজের প্রতিটি শ্রেণি থেকে একজন করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান করা হয়। এছাড়াও কয়েকজন অফিস স্টাফ ও অন্যান্যদেরকে মহসীন ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, প্রো-ভিসি ডক্টর মোঃ সাজিদুল করিম ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, আজ যে বৃত্তি তারা পেল তা তারা আজীবন মনে রাখবে। তরা এই স্কলারশিপের স্কলার। আগামীবছর তারা যেন আবারো এই বৃত্তির যোগ্য হয় এর জন্য তারা যেন প্রচুর পড়াশোনা করার পাশাপাশি আচার ব্যবহার ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করে।.

এছাড়াও তিনি সৈয়দ মহসীন আলীর এরকম শিক্ষাপ্রজেক্ট ব্যক্তি উদ্যোগে বাস্তবায়নে ভূয়শী প্রশংসার করেন, পাশাপাশি তার প্রতি অনুরোধ করেন যেনো তিনি বৃত্তির পরিমাণ আরও বৃদ্ধি করেন।

উল্লেখ্য মহসীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মহসীন আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের সাবেক শিক্ষক ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।