জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ওসমানীনগরে সিসিএসের পরিচিতি ও মতবিনিময় সভা

Jagannathpur Times Uk
জুলাই ১৫, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম, ভোক্তা বাচলে বাচবে দেশ সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটের ওসমানীনগরে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সি.সি.এস) ওসমানীনগর উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত (১৫ জুলাই) মঙ্গলবার বিকালে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে সিসিএস এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন সম্পুর্ন সেচ্ছাসেবী হিসাবে বিনা পারিশ্রমিকে ভোক্তাদের অধিকার আদায় ও সচেতনতা মূলক কার্যক্রম চালাতে ওসমানীনগর সহ সারাদেশে নিরলস ভাবে কাজ করে যাচ্চে সিসিএস সদস্যরা,ভোক্তাদের সাথে অনিয়ম প্রতারণা রোধে প্রাশাসনের পাশাপাশি সিসিএস এর কর্মকান্ড প্রসংশার দাবীদার, ভোক্তাদের যেকোনো সমস্যা ও দূর্নীতিবাদ ব্যবসায়ীদের তথ্য প্রশাসনকে দিয়ে সহযোগিতা করার জন্য আহব্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন।

সিলেট জেলা কো-অডিনেটর ইমদাদুল হক জীবনের সভাপতিত্বে ও সিসিএস সদস্য সাংবাদিক জুবেল আহমদ সেকেল ও মাইদুল ইসলাম রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক রাজিব চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা সত্যব্রত রায়, ওসমানীনগর থানার উপ পরির্দশক, শ্রীবাস চক্রবর্তী, ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ওসমানীনগরের সভাপতি রুহেল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ওসমানীনগরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কবি ও সাহিত্যিক গোয়ালাবাজার আর্দশ গণপাঠারের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরজু মিয়া, ইসলাহুল বানাত ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালি, ওসমানী নগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাশার, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি শাহ আসিক মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান,দপ্তর সম্পাদক জিতু আহমদ। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, সিনিয়র সদস্য লিলুউর রহমান পংকি, কাজী আবুল কালাম আজাদ, বালাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক হেলাল আহমদ, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা মারুতি নন্দন দাম,
কেমিস্ট ড্রাগিস্ট সমিতির গোয়ালাবাজারের সাধারণ সম্পাদক বিপ্লব গোস্বামী, প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি ওসমানীনগরের সিনিয়র যুগ্ন সম্পাদক হাবিব আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ধন মিয়া, সিসিএস সদস্য মাইদুল ইসলাম চৌধুরী রাজু, তৈয়বুর রহমান, মানবাধিকার কর্মী হাজি মাসুক মিয়া, সমাজসেবী আবুল কালাম,গিয়াস আহমদ সহ সিসিএস এর শতাধিক সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলায়ত করেন সিসিএস সদস্য মুহিবুর রহমান। অনুষ্ঠান শেষে সিসিএস এর জেলা কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবন সিসিএসের ওসমানীনগর উপজেলা সকল সদস্যদের নিয়ে দিকনির্দেশনা মূলক বৈঠক করেন।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।