মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
লন্ডনে তরুণ, যুবক, প্রবীনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার ব্যাডমিন্টন টুনামেন্টে সম্পন্ন হয়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বৃহত্তর শাহারপাড়াবাসীর যুব সংগঠন এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার উদ্যোগে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল।
মঙ্গলবার (১৯শে আগস্ট) লন্ডনের স্পোর্টস ডক সেন্টারে অনুষ্ঠিত এ ব্যাডমিন্টন টুনামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন,খেলায় এডভান্সড ক্যাটাগরিতে ২০টি
এবং বিগিনার ক্যাটাগরিতে ১০টি টিম অংশগ্রহণ করেন।
এডভান্সড ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার বিজয়ী শফি কামালী-শায়েখ কামালী।
২য় পুরষ্কার বিজয়ী আবির কামালী -সুহান মিয়া। ৩য় পুরষ্কার বিজয়ী খালেদ কামালী- রায়হান কামালী । ৪র্থ পুরষ্কার বিজয়ী সোহাগ কামালী-মুকিত মিয়া।
বিগিনার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার বিজয়ী চুনু কামালী-জাবেদ কামালী।
২য় পুরস্কার বিজয়ী আশ্বাদুর কামালী -সফু কামালী।
৩য় পুরস্কার বিজয়ী নুনু কামালী-কাওছার কামালী । ৪র্থ পুরস্কার বিজয়ী হাকিম কামালী -শায়েছ কামালী ।
এলায়েন্স গ্রুপের সদস্য সুমন খানের পরিচালনায় পুরষ্কার বিতরণি অনুষ্ঠান্ উপস্হিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, কমিউনিটি এক্টিভিস্ট দবির মিয়া কামালী, জিলু মিয়া, মতিউর রহমান কামালী, শফি মিয়া কামালী, আবির কামালী, শিশু মিয়া কামালী, শাফি মিয়া, আক্তার কামালী, ফিরোজ মিয়া কামালী, বুরহান কামালী, জাহাঙ্গীর কামালী, আশরাফ মিয়া, জাহাঙ্গীর মিয়া, সাদিক কামালী, নানু কামালী, রাজন কামালী, সফু কামালী, আব্দুল হক কামালী, মোনায়েম মিয়া, হাকিম কামালী, মহিবুর কামালী, হারিক কামালী, আওলাদ কামালী, রফু কামালী, খছরু কামালী, মাসুদ কামালী ও কবির আহমদ মিনু প্রমুখ ।
উপস্থিত সবাই আয়োজকদের সুন্দর আয়েজনের প্রংশসা করেন এবং প্রতিবছর আয়োজন করার আহ্বান করেন।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্বাদুর কামালী, নুনু মিয়া কামালী, টুনু মিয়া, ওলীদ কামালী, রউজ কামালী, সফু কামালী, শায়েখ কামালী, এরশাদ কামালী, জাবির কামালী, সুমন খান ও সোহান মিয়া।
এ টুর্নামেন্টের স্পন্সর ছিলেন- তৈয়ব মিয়া কামালী, জহিরুল হক কামালী, শামীম কামালী, ফেরদৌস কামালী, সোহেল মিয়া, কবির আহমদ মিনু, লোকমান কামালী, বখতিয়ার খান ও হোটেল গ্রান্ড শাহ কামাল সিলেট।